বুধবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ফিলিপিন্স। জানা যাচ্ছে উত্তর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আজ অর্থাৎ বুধবার সাম্প্রতিককালের সব থেকে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.১। এত তীব্র ভূমিকম্প এর আগে কখনো প্রত্যক্ষ করেনি ফিলিপিন্স। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী ম্যানিলা শহর থেকে ৩০০ কিলোমিটার অর্থাৎ ১৮৫ মিটার দূরে। এপিসেন্টারের কাছাকাছি ভেঙে পড়েছে একাধিক বাড়ির জানলা। সংবাদ সংস্থা সূত্রে খবর,স্থানীয় সময়ে ৮টা ৪৩ মিনিটে লুইজ মূল দ্বীপপুঞ্জের আবরা প্রদেশ সবার আগে এই ভূমিকম্পে কেঁপে ওঠে। এখনও পর্যন্ত এই ভূমিকম্পে দুজনের মৃত্যু হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে ধবংসস্তুপের নীচে অনেকেই এখনও চাপা পড়ে রয়েছে। তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ।
তবে জানা গিয়েছে, ভূমিকম্পে প্রভাবিত এলাকা কম জনঘনত্বপূর্ণ হওয়ায় এড়ানো গিয়েছে বড়ধরনের ক্ষয়ক্ষতি। পুলিশ মেজর এডউইন সেরগিও- জানিয়েছেন, ডোলোর্সে সবথেকে বেশি অনুভূত হয়েছে এই ভূমিকম্প। কম্পনের তীব্রতায় ফাটল ধরে গিয়েছে পুলিশ স্টেশনের বিল্ডিংয়েও। ভূমিকম্পের সবজি বিক্রেতা ও ফল বিক্রেতাদের টেবিল-গাড়ি উলটে যায়। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আশে মানুষ।
অন্যদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি লাগানগিলাং শহরের নিরাপত্তা কর্মকর্তা মাইকেল ব্রিলান্টেস বলেন, ‘মাটি এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল যেন আমি কোনো দোলনায় রয়েছি এবং হঠাৎ আলো নিভে গেলো। আমরা দৌড়ে অফিস থেকে বেরিয়ে আসি। আমি চিৎকার শুনতে পাচ্ছিলাম এবং আমার কিছু সঙ্গী কান্নায় ভেঙে পড়েছিল।’