হেরে গেলেন ঋষি সুনাক, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে এই নারী

হেরে গেলেন ঋষি সুনাক, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে এই নারী

784da5896fad032d3c1856fca217bd89

লন্ডন: অনেক কৌতূহল ছিল তাঁকে নিয়ে। বিশেষ করে ভারতীয়দের মধ্যে। কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভালো জায়গায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে পারলেন না তিনি। ২০ হাজারেরও বেশি ভোটে তাঁকে হারিয়ে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শেষ হওয়া প্রাথমিক পর্বের ভোটাভুটিতে শীর্ষস্থানে ছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করতে পারলেন না ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই।

আরও পড়ুন- তোমরা সর্বত্র, ভারত যাও! বলেই ঘুসি, টেক্সাসে চরম বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় মহিলারা

ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়েছিলেন। লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট এবং সুনাক পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। মার্গারেট থ্যাচার এবং টেরেসা মের পর তৃতীয় মহিলা হিসেবে এই পদে আসীন হলেন লিজ। পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তাঁর ইস্তফা ঘোষণার পর এই পদে এলেন ট্রাস। মঙ্গলবার ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। প্রসঙ্গত, গত ৭ জুলাই কনজারভেটিভ দলের নেতা তথা প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসন ইস্তফা দেন। তারপর থেকেই পরের প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়।

তবে এখন প্রশ্ন, ঋষি সুনাকের ভবিষ্যৎ নিয়ে। তাঁকে কি ট্রাসের মন্ত্রিসভায় দেখা যাবে? এই প্রশ্নও ঘোরাফেরা করছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে মতে, এই মুহূর্তে তেমনটা হওয়ার সম্ভাবনা কম বা হবে না বললেই চলে। তাই ঋষি সুনাকের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে নতুন করে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *