ওয়াশিংটন: সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগে চার বছর ‘ধূসর তালিকায়’ রয়েছে পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক মহল মনে করছিল যে খুব তাড়াতাড়ি এই তালিকা থেকে বেরিয়ে আসতে পারে ভারতের প্রতিবেশী দেশ। হয়তো কিছুটা আশা করেছিল পাকিস্তানও। কিন্তু সব যেন ভেস্তে গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের একটি মন্তব্যে। পাকিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির অন্যতম’ বললেন আমেরিকার প্রেসিডেন্ট।
আরও পড়ুন- কলকাতা নয়, তাহলে বাংলার কোন শহর থেকে শুরু হবে এয়ারটেল ৫জি?
আমেরিকার কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সভা ছিল। সেই সভায় উপস্থিত হয়েই এমন মন্তব্য করতে শোনা গেল জো বাইডেনকে। তিনি বলেন, পাকিস্তানে অসুরক্ষিতভাবে রয়েছে পরমাণু অস্ত্র। তাই পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির একটি বলেই মনে করেন তিনি। স্বাভাবিকভাবেই আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যের পর যে পাকিস্তানের ওই ‘ধুসর তালিকা’ থেকে বেরিয়ে আসা মুশকিল হয়ে গেল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে, এমন মন্তব্য করে বাইডেন যেন ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা আরও একটু ভাল জায়গায় নিয়ে চলে গেলেন। কিন্তু সেটা কী ভাবে?
আসলে, এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণে ইসলামাবাদকে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তাই বাইডেন প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছিল ভারত সরকার। কড়া সমালোচনা করে দেশের বিদেশমন্ত্রক মার্কিন প্রশাসনকে একহাত নিয়েছিল। কিন্তু এখন আচমকা পাকিস্তানের বিরুদ্ধে বড় মন্তব্য করল মার্কিন সরকার। এতে ভারত-আমেরিকা সম্পর্কে ভিত আরও মজবুত হলই বলা যায়।