গ্লাসগো: চিকিৎসকের বয়স ৭২ বছর। তবে তাঁর বিরুদ্ধেই রয়েছে ৪৮ রোগীর যৌন হেনস্থা করার অভিযোগ! ভারতীয় বংশোদ্ভূত এই চিকিৎসকের ‘কীর্তি’ ফাঁস হতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম কৃষ্ণ সিং। স্কটল্যান্ডের গ্লাসগোতে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলেই অভিযোগ। কিন্তু অভিযুক্ত ওই চিকিৎসক সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন- মাসুদ আজহারের ভাইকে নিয়ে কড়া অবস্থান কেন্দ্রের, বড় ঘোষণা
এই চিকিৎসকের বিরুদ্ধে মূল অভিযোগ, গত ৩৫ বছর ধরে তিনি বহু রোগীর যৌন হেনস্থা করেছেন চিকিৎসা করার নাম করে। রোগীকে জোর করে চুম্বন করা, রোগীর শরীরে অনুপযুক্ত ভাবে হাত দেওয়া, প্রয়োজন ছাড়া পরীক্ষা করা এবং সেই সময় শারীরিক হেনস্থা করা সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি। এক রিপোর্টে উঠে এসেছে যে, ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে ২০১৮ সালের মে মাস পর্যন্ত তাঁর বিরুদ্ধে মোট ৪৮ জন রোগী যৌন হেনস্থার অভিযোগ তুলেছে। যদিও চিকিৎসকের দাবি, যে সকল পরীক্ষা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে, তা তিনি ভারতে ডাক্তারি পড়ার সময় শিখেছিলেন। তাই এখানকার রোগীরা তা বুঝতে পারেননি।
উল্লেখ করা দরকার যে, নিজের সুনামের জন্য ডাক্তার কৃষ্ণ সিং ‘অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার’-এর রয়্যাল মেম্বার পর্যন্ত ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আসতে পারে সেটা অনেকেই ভাবতে পারছেন না। তবে আদালতে দাবি করা হয়েছে যে, নর্থ ল্যাঙ্কাশায়ারে ডাক্তারি করার সময়ও তিনি বহু রোগীর যৌন হেনস্থা করেছেন। তাছাড়া একটি হাসপাতালের ইমারজেন্সি ডিপার্টমেন্টে থাকাকালীনও একই কাণ্ড করেন তিনি।