ব্রিটিশরা শাসন করেছিল ভারত, এবার ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতায় এক ভারতীয় বংশোদ্ভুত

ব্রিটিশরা শাসন করেছিল ভারত, এবার ব্রিটেনের সর্বোচ্চ ক্ষমতায় এক ভারতীয় বংশোদ্ভুত

লন্ডন: ব্রিটেনে ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে গেল। যারা একদিন ভারত শাসন করেছি, সেই দেশকে এবার শাসন করতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভুত। ভারতে আজ দীপাবলী, কালীপূজো। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। আর এইদিনই ব্রিটেন থেকে এই খুশির খবর এল। কিছুদিন আগেই দলীয় চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন লিজ ট্রাস। তারপর থেকেই সম্ভাবনা জোরাল হচ্ছিল যে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। সেই জল্পনাই সত্যি হল।

আরও পড়ুন- তোমরা সর্বত্র, ভারত যাও! বলেই ঘুসি, টেক্সাসে চরম বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় মহিলারা

কনজারভেটিভ পার্টির সদস্য ৪২ বছরের ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে নিয়ে প্রথম থেকেই একটা কৌতূহল এবং আলোচনা শুরু হয়েছিল। কিন্তু গত ভোটে তিনি লিজ ট্রাসের কাছে হেরে যান। যদিও চাপা একটা সম্ভাবনা ছিল যে কিছু একটা অপেক্ষা করছে ঋষি সুনাকের জন্য। হলও তাই। গদিতে বসার ৪৫ দিনের মধ্যে ইস্তফা দিতে বাধ্য হলেন লিজ। বিগত কিছু সময় ধরেই লিজের অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছিল এবং তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। এমনকি তাঁর দলের অন্দরেই পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। এরপরই ঋষির নাম ফের শিরোনামে চলে আসে।

সোমবার ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির তরফ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। এই ঘোষণা অনুসারেই ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ৪২ বছরের ঋষি। এই খবরে ভারতীয়রাও যেন অন্যভাবে একটা ‘প্রতিশোধের’ আঁচ গ্রহণ করতে পারছে। কারণ ২০০ বছর ধরে ভারতকে শাসন করেছে ব্রিটেন। সেই ক্ষত এখনও যায়নি ভারতীয়দের মন থেকে। এছাড়াও ব্রিটিশদের প্রতি ভারতের রয়েছে একাধিক অভিযোগও, যা নিয়ে আলোচনা বারবার বিভিন্ন আন্তর্জাতিক বিতর্ক সভায় জায়গা করে নিয়েছে। সেই সব কিছু যেন কিছুটা হলেও মলিন করে দেবেন ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =