‘ভারত পেরেছে, চিন পারেনি’, করোনা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে বার্তা বাইডেনের

‘ভারত পেরেছে, চিন পারেনি’, করোনা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে বার্তা বাইডেনের

সম্প্রতি করোনা মোকাবেলায় ভারতের আশাকর্মীরা যেভাবে নিঃস্বার্থভাবে দেশবাসীর সেবা করেছেন তাঁর প্রশংসা করে ভারতের লক্ষাধিক আশাকর্মীকে বিশ্ব দরবারে সম্মান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার করোনা মোকাবিলায় ভারত তথা ভারতের স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসার কথা শোনা গেল মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের গলাতেও। সম্প্রতি কোয়াদ বৈঠকে মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। আর এই বৈঠকেই বাইডেন ভারতের করোনা পরিস্থিতি মোকাবিলার ভূয়সী প্রশংসা করলেন। তাঁর বক্তব্য, ভারতে সফলভাবে করোনা পরিস্থিতি সামলেছে এবং এই একই কাজ করতে চিন পুরোপুরিভাবে ব্যর্থ।

ভারত যেভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে, তার প্রশংসায় বাইডেন বলেন, ‘চিন এবং রাশিয়ার মতো স্বৈরতান্ত্রিক দেশগুলি মনে করে বিশ্বরাজনীতির পরিবর্তিত পরিস্থিতি সামাল দিতে সক্ষম তারা। কারণ তাদের গনতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়না, ফলে কাজ করতে সময় কম লাগে। কিন্তু নরেন্দ্র মোদির সাফল্য বুঝিয়ে দিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতেও সমস্যা সমাধান করা সম্ভব।’ কোভিড মোকাবিলায় চিনের ভূমিকার সঙ্গে ভারতের তুলনা টেনেছেন বাইডেন। কোয়াড বৈঠকের পরেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন বাইডেন। 

অন্যদিকে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘সত্যি করেই ভারত-আমেরিকা সম্পূর্ণ বিশ্বাসের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রতিরক্ষা, বাণিজ্য-সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের দুই দেশের সম্পর্ক রয়েছে। ফলে আমাদের দ্বিপাক্ষিক আরও উন্নত হয়েছে। বিশ্বের অন্যান্য বিষয়েও দুই দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে।’ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মোদি। সেই সুর টেনেই তিনি বাইডেনকে বলেন, ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের মনোভাব একই। ভারত এবং আমেরিকা ছাড়াও সমমনষ্ক দেশগুলির সঙ্গেও এই অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করি আমরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =