মধ্যরাতেই ‘আউট’ ইমরান! আকাশ পথে ইসলামাবাদ ছাড়লেন পাক প্রাধানমন্ত্রী

মধ্যরাতেই ‘আউট’ ইমরান! আকাশ পথে ইসলামাবাদ ছাড়লেন পাক প্রাধানমন্ত্রী

 

ইসলামাবাদ: সম্পূর্ণ ইনিংস খেলা হল না প্রাক্তন দুঁদে পাক ক্রিকেটারের৷ নজিরবিহীনভাবে ১৭৪ ভোটের সামনে মাঝপথেই ‘আউট’ হতে হল ইমরান খানকে৷ বস্তুত, বিরোধীদের আনা অনাস্থা ভোটকে রুখতে বারংবার ইমরান ও তাঁর দলবল স্থগিতাদেশ এনেছিল। কিন্তু তাতেও শেষ রক্ষে হল না৷

ইসলামাবাদ সূত্রের খবর, অনাস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ হয়ে ওঠা বিরোধীদের প্রবল চাপের সামনে মাথা নত করতে বাধ্য হয় ইমরানের নেতৃত্বাধীন সরকার। প্রথমে স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেন। এরপরই নিজের পদ খোয়ান ইমরান। পদে খো৷য়ানোর সঙ্গে সঙ্গে আবাসনও হাতছাড়া হয়। মধ্যরাতেই প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বিশেষ কপ্টারে করে ইসলামাবাদ ছাড়েন প্রাক্তন এই ক্রিকেটার। সূত্রের খবর, এই মুহূর্তে তাঁর বানিগালার আবাসনে ফিরে গিয়েছেন ইমরান।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে ইমরানের গদিচ্যুত হওয়া ছিল শুধুই সময়ের অপেক্ষা৷ দিনভর নাটকীয়ভাবে বারে বারে বিরোধীদের আনা অনাস্থার ওপর স্থগিতাদেশ এনেই গদি বাঁচাতে ব্যর্থ হন তিনি৷ এরই মাঝে মধ্যরাতে রটে গিয়েছিল, দেশের প্রধান বিচারপতি তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন! পরে অবশ্য গদি ছেড়ে বেরিয়ে যান ইমরান৷ তবে পাক প্রধানমন্ত্রীর বাসভবন সূত্রের খবর, গদি চ্যুত হওয়ার পর মাথা নিচু করে নয়, বরং হাসিমুখেই আবাসন থেকে বেরিয়ে যান তিনি৷

এদিকে ইমরান খানের সরকার গদি চ্যুত হওয়ার পরই পাকিস্তান জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ বিশেষত, দেশের বিমানবন্দরগুলিতে৷ সেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নো অবজেকশন সার্টিফিকেট সঙ্গে না থাকলে কোনও সরকারি আধিকারিক বা আমলাই দেশ ছেড়ে যেতে পারবেন না! অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে ইসালামাবাদ শহরে সেনা নামান হয়েছে৷ কারণ, এলাকাজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + one =