ভারতেই চলে যান না! ‘পরামর্শ’ এল ইমরানের কাছে

ভারতেই চলে যান না! ‘পরামর্শ’ এল ইমরানের কাছে

8a5153833ce6057f994c13268fb0e33e

ইসলামাবাদ: তাঁর গদি টলমল। আজ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য পরীক্ষা হয়ে যাবে। তিনি পদে থাকবেন না তাঁর প্রধানমন্ত্রীর পদ গিয়ে সরকারের পতন হবে তা পরিষ্কার হয়ে যাবে সঠিক সময়ে। তবে তার আগে নিজের গদি বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি গতকাল ভারতের ঢালাও প্রশংসা শোনা যায় ইমরানের মুখে। এরপরেই তাঁর উদ্দেশে উড়ে এল কটাক্ষ। তাঁকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম।

আরও পড়ুন- চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা, বিক্ষোভে জ্বলছে দেশ, কী ভাবে এই পরিণতি?

ইমরান যে ভারতের প্রশংসা করেছেন তাতে মোটেই খুশি নন মারিয়াম। তিনি তাঁকে ‘পরামর্শ’ দিয়ে বলেছেন, যদি ভারতকে এতই পছন্দ, তাহলে পাকিস্তান ছেড়ে সেখানে গিয়েই পাকাপাকি ভাবে বসবাস করুন। একই সঙ্গে ইমরানকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, এই প্রথম তিনি কাউকে দেখলে ক্ষমতা ধরে রাখতে কান্নাকাটি করছে। যদিও এই কথা বলেও পরোক্ষে ভারতের স্তুতি তিনি নিজেও করেছেন। বলেছেন, ভারতের বহু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে এর আগে। কিন্তু কেউ দেশ ও সংবিধানকে বন্ধক রাখেননি। আদর্শ থেকে চ্যুত হননি। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী যা করছেন তা লজ্জাজনক। আসলে ইমরান খান নিজের বক্তব্যে বলেছিলেন, কোনও সুপার পাওয়ার দিল্লির ওপরে হুকুম চালাতে পারে না। তাদের থেকে পাকিস্তানের শেখা উচিত।

ইতিমধ্যে বিস্ফোরক মন্তব্য করে ইমরান জানিয়ে দিয়েছেন, মার্কিন কূটনীতিবিদ ডোনাল্ড লু-ই তাঁর ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকার পতনের পরিকল্পনা করেছিলেন। এই দাবির পরেই রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে। ইমরান আরও জানান যে, আমেরিকায় পাকিস্তানি দূত আসাদ মাজিদকে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন লু। জানিয়েছিলেন, যদি ইমরান টিকে যায়, তবে তার জন্য বড় ‘মূল্য’ চোকাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *