বন্ধুর স্ত্রীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, ফের বিতর্কে এলন মাস্ক

বন্ধুর স্ত্রীয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক, ফের বিতর্কে এলন মাস্ক

তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। কখনো সম্পর্ক নিয়ে আলোচনা, কখনো বা একের পর এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা ও তাঁদের সন্তানের বাবা হওয়া, সব মিলিয়ে কার্যত রঙিন জীবন এলন মাস্কের। বিতর্ক যেন কিছুই ছাড়ে না তাঁর। সম্প্রতি গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের নাম জড়িয়েছে এলনের সঙ্গে। জানা যাচ্ছে নিকোলের সঙ্গে নাকি অবৈধ সম্পর্কে জড়িয়েছেন এলন মাস্ক! রবিবার নেটদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে জানা যায়, এই সম্পর্কের জেরেই ডিভোর্সের আবেদন করেছেন সের্গেই। তাছাড়াও মাস্কের কোম্পানি টেসলা থেকে সমস্ত শেয়ার বিক্রি করে দেওয়ারও নির্দেশ দেন তিনি। এহেন গুঞ্জন শুরু হতেই টুইটারে সরব হয়েছেন মাস্ক। তিনি জানিয়েছেন, নিকোলের সঙ্গে বন্ধুত্ব ছাড়া অন্য কোনও রকম সম্পর্কই নেই তাঁর।

রবিবার একটি আন্তর্জাতিক সংবাদপত্র মারফত জানা যায়, গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা সের্গেইয়ের স্ত্রী শানাহানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন টেসলা কর্তা এলন মাস্ক। সেই সম্পর্কের কথা জানতে পেরেই ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন গুগলের প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত, মাস্কের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল সের্গেইয়ের। সেই বন্ধুত্বেও চিড় ধরেছে অবৈধ সম্পর্কের কারণে। যদিও সমস্ত দাবি উড়িয়ে দিয়েছেন এলন মাস্ক বলেছেন, ‘গোটা ঘটনাটাই একেবারে ফালতু। আমি এবং সের্গেই খুব ভাল বন্ধু। গতকাল রাতেই একসঙ্গে পার্টি করেছি। গত তিন বছরে নিকোলের সঙ্গে মাত্র দু’ বার দেখা হয়েছে। তাও প্রচুর লোকজনের উপস্থিতিতেই আমাদের দেখা হয়েছিল। রোম্যান্টিক সম্পর্ক নেই আমাদের।’ তবে এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত সের্গেই বা নিকোল কেউই মুখ খোলেননি। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলেও প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তাঁরা। এখানেই শেষ নয়, জানা গিয়েছে নিকোলের সঙ্গেও নাকি মাস্কের দুটি সন্তান রয়েছে এবং এতদিন পুরো বিষয়টিই গোপনে রেখেছিলেন তাঁরা। 

ইলনকে ঘিরে অবশ্য গুজবের অন্ত নেই। কয়েক সপ্তাহ আগে খবর ছড়ায় যে নিজের সংস্থা ‘নিউরালিঙ্ক’-এর এগ্‌জিকিউটিভ শিভন জিলসের সঙ্গে মাস্কের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। এর ক’দিন পরেই ইলনের বাবা এরোল মাস্কের দাবি ঘিরে শুরু হয় শোরগোল। কারণ তিনি বলেছিলেন, ‘আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =