বুস্টার নিয়েও করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নেগেটিভ স্ত্রী মিশেল

বুস্টার নিয়েও করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, নেগেটিভ স্ত্রী মিশেল

ওয়াশিংটন: করোনা আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রবিবার রাতে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। জানিয়েছেন, সামান্য গলায় ব্যথা ও গলা খুশখুশ রয়েছে তাঁরা৷ তবে উদ্বেগের কোনও কারণ নেই৷ 

আরও পড়ুন- ফুঁসছে করোনা, সংক্রমণ রুখতে ফের লকডাউন! জানেন কোথায়?

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের চিকিৎসকরাও জানিয়েছেন, বারাক ওবামা করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে তেমন উপসর্গ নেই। করোনা ভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনি। ওবামার শরীরে সংক্রমণ মিললেও  আক্রান্ত হননি স্ত্রী মিশেল৷  টুইটারেই প্রাক্তন ফার্স্টলেডির স্বাস্থ্য সংক্রান্ত খবর জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। জানা গিয়েছে, গলা খুশখুশ এবং হালকা ঠাণ্ডা লাগায় করোনা পরীক্ষা করান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। রিপোর্টে দেখা যায় তিনি করোনা সংক্রমিত।  এক পরেই টুইটে লেখেন, “আমি করোনা পজিটিভ। কয়েকদিন ধরে আমার খুশখুশে কাশি ছিল। তারপর করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়ে। তবে আমি এখন ভাল বোধ করছি।”

সেইসঙ্গে মার্কিন নাগরিকদের টিকা নেওয়ার জন্যে উৎসাহও জুগিয়েছেন তিনি৷ টুইটে লেখেন, “মিশেল ও আমি দু’জনেই টিকা নিয়েছি। আমরা বুস্টার ডোজও নিয়েছে। আপনি যদি এখনও টিকা না নিয়ে থাকেন, তবে আপনাকে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং টিকা নিতে উৎসাহিতও করছি। এমনকি সংক্রমণ কমে গেলেও টিকা নিন।”  

অন্যদিকে, ওবামার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি লিখেছেন, “আমি বারাক ওবামার দ্রুত আরোগ্য কামনা করছি। তাঁর পরিবারের সুস্বাস্থ্য কামনা করি।”