ক্যালিফোর্নিয়া: কয়েক সপ্তাহ আগে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছিলেন এলন মাস্ক। তবে এবার স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে টুইটার কিনছেন না তিনি। এই প্ল্যাটফর্মের ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন তিনি, কিন্তু অভিযোগ অনেকবার অনুরোধ করা সত্ত্বেও সেই তথ্য হাতে পাননি মাস্ক, তাই টুইটার না কেনার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি। তবে ধনকুবেরের এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়েছে সংস্থা। টুইটার চেয়ারম্যান জানিয়েছেন, আইনি পথে যাচ্ছেন তারা।
আরও পড়ুন- কমছে জনপ্রিয়তা, মিকি মাউস চরিত্রের স্বত্ব হারানোর পথে ডিজনি
প্রায় ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন এলন। প্রাথমিকভাবে চুক্তি হয়েও গিয়েছিল। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অর্থে লোন নিয়েছিলেন মাস্ক। ইঙ্গিত মিলেছিল, সেই লোন শোধ করতে তিনি সংস্থার কর্মী ছাঁটাই করবেন, কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে। কিন্তু আপাতত আর সে সব হচ্ছে না বলেই ধরে নেওয়া হয়েছে। টেসলার মালিকের অভিযোগ, ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁকে দিতে পারেনি সংস্থা। তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। তবে টুইটার চেয়ারম্যান জানিয়েছেন, তারা এলন মাস্কের বিরুদ্ধে আদালতে যাবেন। এইভাবে চুক্তি ভাঙতে পারেন না তিনি।
গত ২৫ এপ্রিলই জানা যায় বিখ্যাত সোশ্যাল মিডিয়া সংস্থা টুইটারের প্রায় ৪০ শতাংশ মালিকানা কিনছেন এলন মাস্ক। অন্ততপক্ষে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে মাস্কের সঙ্গে এই এই চুক্তি করেছে টুইটার সংস্থা। তবে তখন জানা গিয়েছিল, এই সোশ্যাল মিডিয়ায় স্প্যাম ও জাল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের মধ্যে মাত্র ৫ শতাংশকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। মূলত সেই কারণেই চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্ক। এখন সংস্থা না কেনারই সিদ্ধান্ত নিলেন।