শীঘ্রই চিনে ফেরার অনুমতি মিলতে পারে, ভারতীয় পড়ুয়াদের আশ্বাস দূতাবাসের

শীঘ্রই চিনে ফেরার অনুমতি মিলতে পারে, ভারতীয় পড়ুয়াদের আশ্বাস দূতাবাসের

বেজিং:  করোনা মহামারীর জেরে অনেক ভারতীয় পড়ুয়া চিন থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। এবার তাঁরা ফের চিনে ফিরে গিয়ে পড়াশোনা শেষ করতে পারবেন বলে চিনে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। বেজিংয়ে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, চিনা প্রশাসন ভারতীয়দের ফেরানোর বিষয়ে আলোচনা শুরু করেছে। খুব শীঘ্রই এই বিষয়ে বেজিং সিদ্ধান্ত নেবে বলে ভারতীয় দূতাবাসের তরফে আশা প্রকাশ করা হয়েছে। 

সূত্রের খবর, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে উদ্যোগ নেন। তারপরেই ভারতীয় পড়ুয়ারা চিনে গিয়ে নিজেদের কোর্স শেষ করার আশা দেখতে পান। করোনা মহামারীর পর ভারত সহ বেশ কয়েকটি দেশের পড়ুয়াদের চিনে ঢোকার অনুমতি দেয়নি চিনা প্রশাসন। 

এই বিষয়ে ভারতীয় পড়ুয়ারা কেন্দ্রের দ্বারস্থ  হয়। অভিভাবকরা কেন্দ্রের কাছে এই সমস্যা মেটানোর অনুরোধ জানান। এখানে অসংখ্য ভারতীয় পড়ুয়ার ভবিষ্যত জড়িয়ে রয়েছে। এরপরেই ২৫ মার্চ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-য়ের সঙ্গে বৈঠক করেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয়দের পড়ুয়াদের বিষয়টি তিনি তুলে ধরেন। তিনি জানান, চিনে ওই পড়ুয়াদের প্রবেশের অনুমতি না হলে, অসংখ্য পড়ুয়ার ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে। চিনের বিদেশমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন। তারপরেই বেজিংয়ে ভারতীয় দূতাবাসের থেকে এই বিবৃতিতে আশা দেখতে শুরু করেছেন পড়ুয়ারা। 

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, চিনে এখনই ভারতীয় পড়ুয়ারা প্রবেশ করতে পারবেন না। বর্তমানে চিনে নতুন করে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। সাংহাইয়ের পাশাপাশি রাজধানী বেজিংয়ে করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে চিনের ২৭টি শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে।  ইতিমধ্যে সাংহাইয়ে লকডাউনের জেরে খাবারের আকাল দেখা দিয়েছে। চিকিৎসা পেতেও বেগ পেতে হচ্ছে।  সংহাইতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভের আগুনে ফুসছেন বলে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =