BREAKING: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত বরিস জনসনের

BREAKING: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত বরিস জনসনের

ব্রিটেন: অবশেষে পরিস্থিতির কাছে হার মানতেই হল ব্রিটেনের প্রধানমন্ত্রীকে। জানা যাচ্ছে, মন্ত্রিসভার একের পর এক সদস্যের পদত্যাগের চাপে শেষমেশ প্রধানমন্ত্রীত্ব ছাড়তেই চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবারই নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন বরিস। তাঁর দপ্তর সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত বরিশের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছে তাঁর নিজের দলের সদস্যরাই। গত দু’দিনে ব্রিটিশ মন্ত্রিসভার কমপক্ষে ৪০ জন মন্ত্রী জনসনের উপর আস্থা হারিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারপরেই মনে করা হচ্ছিল যে খুব শীঘ্রই পড়তে চলেছে ব্রিটিশ মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর পদ হারাতে চলেছেন জনশন। সেই আশঙ্কাকে সত্যি করেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিশ জনসনের দুই কর্মকর্তা জানিয়েছেন, পদত্যাগ করার পরিকল্পনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

জনসনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবারই নিজের পদত্যাগপত্র জমা দেবেন তিনি। পদত্যাগ করার পর আগামী অক্টোবর মাস পর্যন্ত দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিযুক্ত থাকবেন। এই প্রসঙ্গে দেশবাসীকে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলেও খবর।

উল্লেখ্য, জনসনের উপর আস্থা হারিয়ে গত দুদিনে ব্রিটেন মন্ত্রিসভার কমপক্ষে ৪০ জন মন্ত্রী নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগী মন্ত্রীদের মধ্যে রয়েছেন দেশের অর্থমন্ত্রী, পরিবহন মন্ত্রীসহ আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীরা। তাঁদের চাপে পড়েই শেষমেষ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন জনসন। জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার পদত্যাগপত্র জমা করবেন। তবে প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর কনজারভেটিভ দলের পরবর্তী পরিষদীয় নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত কে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব সামলাবেন তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =