নিউ ইয়র্ক: ‘আমি আবার আমার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করতে চাই। তাঁর সঙ্গে বিবাহিত জীবনের যাত্রাপথ অসাধারণ ছিল।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করলেন বিল গেটস। বিবাহ বিচ্ছেদের এক বছরও হয়নি, তারপরেও বিল গেটস তাঁর প্রাক্তন স্ত্রীর সান্নিধ্য এখন কামনা করছেন। কিন্তু কেন?
৩০ বছরের দাম্পত্য জীবনের অবসান করে গত বছরের মে মাসে বিল গেটস ও মেলিন্ডা গেটস বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। অগাস্ট মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বিবাহ বিচ্ছেদের পর মেলিন্ডা গেটস জানিয়ছিলেন, একসঙ্গে তাঁরা তাঁদের ফাউন্ডেশন চালিয়ে যাবেন। বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের বিবাহিত জীবনের যাত্রাটা অসাধরাণ ছিল। প্রতিটি মানুষের বিবাহিত জীবনের একাধিক পরিবর্তন আসে। আমাদেরও এসেছে। আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমাদের সন্তনরা এসেছে। তারা বড় হয়েছে। তারা বাড়ি ছেড়ে আলাদা হয়ে গেছে। সব থেকে কষ্টকর সন্তানদের আলাদা হয়ে যাওয়ার সময়টা।’
এরপরেই তিনি উল্লেখ করেন, তাঁর সঙ্গে স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, এখনও তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে কাজ করতে পারছেন। তিনি বলেন, ‘আমাদের ফাউন্ডেশনে বার্ষিক বৈঠকে একসঙ্গে কাজ করি। জুন মাসে ফাউন্ডেশনের বার্ষিক বৈঠকে আমি ও আমার স্ত্রী একসঙ্গে হোস্ট করব।’ এরপরেই তিনি বলেন, ‘আমার আবার বিয়ে করার কোনও ইচ্ছা নেই। তবে বিয়ে করতে হলে আমি আমার প্রাক্তন স্ত্রীকে বিয়ে করব।’
যেখানে এত প্রেম এখনও রয়েছে, তাহলে বিবাহ বিচ্ছেদের মতো সিদ্ধান্ত তাঁরা কেন নিলেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এত জটিল বিষয়, এর কারণ অনুসন্ধান করা সম্ভব নয়। বিবাহ বিচ্ছেদের পর প্রতিটি মানুষের মনে অবসাদ গ্রাস করে। এই প্রসঙ্গে বিল গেটস বলেছেন, সেই পরিস্থিতি থেকে তাঁরা দুজনেই এখন বেরিয়ে এসেছেন।