বোগোটা: কলম্বিয়ার একটি জেলে মঙ্গলবার সকালে বিধ্বংসী আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৫১ জন বন্দীর। জেল কর্তৃপক্ষের দাবি, এদিন সকাল থেকেই জেলে অশান্তি লাগে বন্দীদের দুই গোষ্ঠীর মধ্যে। অশান্তির মধ্যে যাতে কোনোভাবেই পুলিশ নাক গলাতে না পারে তার জন্য কয়েকজন বন্দী জেলের একদিকে বেশ কয়েকটি গদি জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনই ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা জেল চত্বরে। আর তাতেই জীবন্ত দগ্ধ হয়ে পুড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জন বন্দীর। এছাড়াও এই ঘটনায় একশোরও বেশি লোক আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
কলম্বিয়ার একটি সংবাদপত্র সূত্রে খবর, যে জেলখানায় মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওই জেলে কমপক্ষে ১২০০ জন বন্দী ছিল। তাদের আলাদা আলাদা বিভাগে ভাগ করে রাখা হত। মঙ্গলবার জেলখানার যে বিভাগে আগুন লেগেছিল সেখানে ১৮০ জন বন্দী ছিল। তাদের মধ্যেই ৫১ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনা প্রসঙ্গে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পালানোর পরিকল্পনা করে এই অগ্নিকাণ্ড ঘটানো হয় নি। দুই গোষ্ঠীর মধ্যে যে দাঙ্গা-হাঙ্গামা চলছিল তাতে যাতে কোনোভাবেই পুলিশ হস্তক্ষেপ করতে না পারে তার জন্যেই বন্দীদের একাংশ ইচ্ছাকৃতভাবে জেলের এক প্রান্তে আগুন লাগিয়ে দেয়। কিন্তু সেখান থেকে যে এত বড় দুর্ঘটনা ঘটতে পারে তা তারা কল্পনাও করতে পারেনি। অন্যদিকে সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে জেল কর্তৃপক্ষ এখনও মৃত বন্দীদের দেহ বাইরে আনার অনুমতি দেয়নি। শুধুমাত্র বন্দীদের মধ্যে কারা বেঁচে আছেন শুধু সেই তালিকা পড়ে পরিজনদের জানানো হয়েছে।
অন্যদিকে এদিন সকাল থেকেই জেলের বাইরে বন্দিদের পরিবারের মানুষ জড়ো হয়েছেন। এক বন্দির মা টিভি চ্যানেলকে জানিয়েছেন, তার ছেলের অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না। বন্দীদের পরিবার জেল কর্তৃপক্ষের ব্যাখ্যা মানতে রাজি নন। এক নারীর বক্তব্য, বন্দিরা মারা যাবেন জেনেও গদিতে আগুন লাগাবে, এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয়।