বেজিং: বাঁদরে কী না করে। কিন্তু অপহরণ! নিজের মনে তিন বছরের একটি শিশু খেলছিল। সেই সময় একটা বাঁদর ক্রমাগত তাকে টানতে থাকে। দেখলে মনে হবে, শিশুটিকে বাঁদর জোর করে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
১৯ এপ্রিলের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একটা শিশু তার বাইরের সামেনর রাস্তায় খেলছে। হঠাৎ করে একটি বাঁদর এসে হাজির হয়। বাঁদরটি শিশুটিকে টানতে শুরু করে। ঘটনাটি চিনের চংকিং এলাকায় ঘটেছে। যে সময় শিশুটিকে বাঁদরটি ক্রমাগত টানতে থাকে। লিউ নামের এক ব্যক্তি ঘটনাস্থলে হাজির হয়। সে শিশুটিকে বাঁদরের হাত থেকে উদ্ধার করে। বাঁদরের হাত থেকে উদ্ধার করলেও শিশুটির শরীরে ও মুখে বাঁদরের আঁচড় লাগে। ঘটনার পরে শিশুটি আতঙ্কে কাঁপতে শুরু করে। শিশুটির পরিবারের তরফে জানানো হয়েছে, বর্তমানে সে সু্স্থ রয়েছে। ব্রিটিশ দৈনিক তাদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, বাঁদরটি সামনের পাহাড় থেকে এসেছে। প্রায় ৩০ থেকে ৪০ ফুট নীচে নেমে এসে শিশুটির ওপর হামলা করে। স্থানীয় পুলিশ ও বনবিভাগের তরফে জানানো হয়েছে, সেখানে একাধিক বাঁদরের একটি দল রয়েছে। তারা বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা করে।