৯০ বার করোনা টিকা নিলেন প্রৌঢ়! কারণ অবাক করবে

৯০ বার করোনা টিকা নিলেন প্রৌঢ়! কারণ অবাক করবে

b9116d0b199a3adea21f7335af5c0d54

বার্লিন: করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর যখন মানুষের আতঙ্ক কমছিল না তখন টিকা স্বস্তি দিয়েছিল। গোটা বিশ্বজুড়ে টিকাকরণ শুরু হওয়ার পর মানুষ আশার আলো দেখেছিল যে ইতি ঘটবে করোনার। দুটি ডোজের পর অনেক জায়গায় বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ নিতে হয়েছে অনেককে। করোনা থেকে বাঁচতে টিকাই সম্বল বলে মনে করেছেন অধিকাংশ। কিন্তু তা বলে কেউ ৯০ বার করোনা টিকা নিতে পারে? আজ্ঞে হ্যাঁ, পারে। এমন ঘটনাই ঘটেছে জার্মানিতে।

আরও পড়ুন- সমূহ বিপদ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে কুতুব মিনারের ৩ গুণ বড় এক গ্রহাণু

পূর্ব জার্মানির ম্যাগডেবার্গের বাসিন্দা এক প্রৌঢ় এই অসাধ্য সাধন করে ফেলেছেন। ৯০ বার করোনা টিকা নিয়েছেন তিনি। ৯১ বারও নিতেন কিন্তু তার আগেই তিনি ধরা পড়ে যান। তবে তিনি যে শুধু একটিই সংস্থার টিকা নিতেন তা নয়, বিভিন্ন টিকাকেন্দ্র থেকে রকমারি করোনার টিকা নিতেন। তবে পর পর দু’দিন টিকার লাইনে দাঁড়ানোই কাল হয়েছে তার। ধরা পড়ে গিয়েছেন ওই প্রৌঢ়। আসলে পর পর দু’দিন একই টিকার লাইনে দাঁড়ানোর ফলে তাকে কেউ চিনে ফেলে। পরে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় ওই ব্যক্তিকে। তাতেই ধরা পড়ে যায়, ৯১ তম বার টিকা নেওয়ার লাইনে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু এমন করছিলেন তিনি? এর ফলে তার মৃত্যু পর্যন্ত হতে পারত। তাহলে এই কাজ করার কী কারণ? খোদ জানিয়েছেন ওই প্রৌঢ়।

অনেক মানুষ টিকা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও অনেকের করেন না। কিন্তু নিয়ম এমন যে, টিকা না নিলে অনেক কিছু থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। তাই দরকার টিকার শংসাপত্র। কিন্তু টিকা না নিলে কী করে পাওয়া যাবে সেটা? ঠিক এই জায়গাতেই কাজ করতেন ওই ব্যক্তি। নিজের জীবনে সেইভাবে কোনও কাজ ছিল না তার। তাই নিজে টিকা নিয়ে সেই টিকার ব্যাচ নম্বর বেচে দিতেন অনাগ্রহীদের কাছে! পাল্টা মোটা টাকা উপার্জন হত তার। এক কথায়, নিজের নেওয়া টিকার শংসাপত্রের ব্যাচ নম্বর টিকায় অনাগ্রহীদের বিক্রি করতেন তিনি টাকার বিনিময়ে। এই কারণেই তিনি হরেক রকমের টিকা নিতেন এবং তার ব্যাচ নম্বর বেচে দিতেন।

আরও পড়ুন- শূকরের হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল, ২ মাস পর মৃত্যু ব্যক্তির

বলাই বাহুল্য যে এইভাবে পর পর ৯০ বার টিকা নেওয়ার ফলে তার মৃত্যু হতে পারত। কারণ এইভাবে টিকা নেওয়ার কোনও নিয়ম নেই আর টিকা নেওয়ার ফলে শরীরে কী ধরণের পার্শ্ব প্রতিক্রিয়া হবে তাও কেউ জানে না। তাকে পুলিশ আটক করলেও পরে ছেড়ে দিয়েছে কিন্তু নজরদারিতে রেখেছে। তার কাছে থেকে উদ্ধার হয়েছে টিকা নেওয়ার ভুয়ো কার্ডও। এখন ওই ব্যক্তিকে নিয়ে চিন্তায় চিকিৎসকরা। তিন বা চার বারের জায়গায় ৯০ বার টিকা নিলে কী হতে পারে কোনও ধারণা হচ্ছে না কারোর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *