স্বাধীনতা দিবসের দিন বন্দুকবাজার হামলায় মৃত ৯, শিকাগো যেন মৃত্যুপুরী

স্বাধীনতা দিবসের দিন বন্দুকবাজার হামলায় মৃত ৯, শিকাগো যেন মৃত্যুপুরী

ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরতলীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চলল এলোপাথাড়ি গুলি। জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে এই হামলা চালিয়েছে বন্দুকবাজরা। শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় এই হামলা কমপক্ষে ৯ জনের প্রাণ কেড়েছে। আহত বহু মানুষ। এই হামলার পরপরই শিকাগো স্বাধীনতা দিবসের পুরো অনুষ্ঠান বাতিল করা হয়েছে এবং এই হামলার ঘটনাকে চার জুলাইয়ে ঘটা এখনো পর্যন্ত ‘সব থেকে বড় ট্রাজেডি’ বলে উল্লেখ করেছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, শিকাগোর হাইল্যান্ড পার্ক এলাকায় সোমবার সকাল দশটা নাগাদ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে প্যারেড শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানস্থলটিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বন্দুকবাজরা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই প্যারেড গ্রাউন্ড থেকে কিছুটা দূরে অবস্থিত দোকানের ছাদ থেকে গুলি চালিয়েছে হামলাকারীরা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রায় ২৫ রাউন্ড গুলি চলার শব্দ শোনা গিয়েছে। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে সেই সময় ওই এলাকায় বহু মানুষের সমাগম হয়েছিল। কিন্তু প্যারেড শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই এই হামলার ঘটনা ঘটায় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং শুরু হয় হুটোপাটি, ছোটাছুটি। কিন্তু তারপরেও বহু মানুষ গুলিবিদ্ধ হন। এখনও পর্যন্ত সরকারি হিসাবে এই হামলায় কতজন নিহত হয়েছেন এবং কতজন আহত হয়েছেন তা স্পষ্টভাবে জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে খবর কমপক্ষে ৫৭ জন গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে ঘটনাস্থল থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত এবং নিহতদের মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধা সকলেই রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

তবে শিকাগো পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রায় ৮ ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে এই বন্দুকবাজ। শুধুমাত্র হাইল্যান্ড পার্ক নয়, শিকাগোর ইলিয়নের সাউথ ওয়েন্টওআর্থ এভিনিউতেও বন্দুকবাজার হামলায় এক ২৪ বছরের তরুণী প্রাণ হারিয়েছেন। এছাড়া গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। অন্যদিকে এই বন্দুকবাজার হামলার ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। তবে জানা যাচ্ছে মোট দুজন আততায়ী ছিল তাদের মধ্যে একজন এখনো পলাতক। এই ঘটনার বেশকিছু ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কাছাকাছি থাকা দোকানের ছাদ থেকে এলোপাথাড়ি গুলি চালাচ্ছে একজন বন্দুকবাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =