নাতি-নাতনিদের বাঁচাতে সেনা ক্যাম্পে অশিতীপর বৃদ্ধ, ভাইরাল ইউক্রেনের হৃদয়বিদারক ছবি

নাতি-নাতনিদের বাঁচাতে সেনা ক্যাম্পে অশিতীপর বৃদ্ধ, ভাইরাল ইউক্রেনের হৃদয়বিদারক ছবি

কিয়েভ:  ইউক্রেন জুড়ে চলছে রুশ বাহিনীর আগ্রাসন৷ একের পর বিস্ফোরণ, মিসাইল হানায় প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত হচ্ছে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের শহরগুলি৷ রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধ বারবার উস্কে দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি৷ উঠে আসছে একের পর এক হৃদয়বিদারক ছবি৷ শুক্রবার ইউক্রেন থেকে এমনই এক ছবি প্রকাশ করেন প্রাক্তন ফার্স্টলেডি ক্যাটেরিনা ইউচেঙ্কো৷ যেখানে দেখা যায়, দেশের রক্ষায় সেনাবাহিনীতে যোগ দিতে এগিয়ে এসেছেন ৮০ বছরের এক বৃদ্ধ৷ 

আরও পড়ুন- রাশিয়ান ট্যাঙ্কার ঢুকতে দেবেন না! ব্রিজে নিজেকেই উড়িয়ে দিলেন ইউক্রেনীয় সেনা

ইউচেঙ্কোর বেড়ে ওঠা আমেরিকায়৷ পরবর্তীকালে তিনি বিয়ে করেন ভিক্টর ইউচেঙ্কোকে৷ বৃহস্পতিবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন তিনি৷ কোনও এক ইউজার ৮০ বছরের ওই বৃদ্ধের ছবিটি পোস্ট করেছিলেন৷ ছবি প্রকাশ করে প্রাক্তন ফার্স্ট লেডি লেখেন, ‘‘যখন ওই বৃদ্ধ সেনাবাহিনীতে তিনি যোগ দিতে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে ছিল একটি ছোট ব্যাগ৷ সঙ্গে ২টি টি-শার্ট, এক জোড়া অতিরিক্ত প্যান্ট, একটি টুথব্রাশ এবং দুপুরের খাবারের জন্য কয়েকটি স্যান্ডউইচ।’ ওই বৃদ্ধ জানান, তিনি তাঁর নাতি-নাতনিদের জন্য এসব করছেন৷ তাঁদের জন্যেই যুদ্ধক্ষেত্রে এসেছেন৷ এই ছবিটি ঠিক কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়৷ তবে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পরেই শুক্রবার থেকে ছবিটি ভাইরাল হয়ে যায়৷ এই বৃদ্ধের মতো ইউক্রেনের বহু মানু ষপুতিনের সেনার বিরুদ্ধে একইভাবে অস্ত্র তুলে নিচ্ছেন।

এই ছবির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। রুশ মিলিটারি কনভয় যখন কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের এক নাগরিককে দেখা যায় তিনি  কনভয়কে থামানোর চেষ্টা করছেন। ওই ব্যক্তির সাহস সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রশংসা কুড়িয়ে নেয়৷  এদিকে,  রাজধানী কিয়েভের দখল নিতে লাগাতার হামলা চালাচ্ছে রাশিয়া৷ চলছে দুই বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই। এই অবস্থায় রুশ সেনাবাহিনীকে প্রতিহত করতে দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি৷ 

শুক্রবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করেন৷ যেখানে তাঁকে তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কিয়েভের কেন্দ্রস্থলে দেখা গিয়েছে। তাঁরা যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ৷ এর জন্য দেশের নারী-পুরুষ সকলে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমরা সবাই এখানে আছি৷ এবং এভাবেই থাকব৷’’