করাচি: পাকিস্তানের সিন্ধ বিধানসভায় কাজ চলাকালীন চলাকালীন খাটিয়া নিয়ে প্রতিবাদ করায় বিরোধী দলের আট জন বিধায়ককে শাস্তি দিলেন অধ্যক্ষ আঘা সিরাজ খান দুরানি৷ পাকিস্তানের সিন্ধ বিধানসভায় খাটিয়া নিয়ে প্রতিবাদের ঘটনা এই প্রথম ঘটল৷ এই ঘটনা বিধানসভার শিষ্টাচার লঙ্ঘন করেছে৷ সেই কারণে বিধানসবার কাজ চলাকালীন খাটিয়া নিয়ে প্রতিবাদ করায় বিরোধী দলের আট বিধায়ককে এই গোটা অধিবেশন থেকে বরখাস্ত করেছেন অধ্যক্ষ৷
সোশ্যাল মিডিয়ার দৌলতে সম্প্রতি সিন্ধ বিধানসভার একটি ভিডিও বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে৷ মঙ্গলবার বিরোধী দলের বিধায়করা বিধানসভায় অদ্ভুত পদ্ধতিতে প্রতিবাদ করেন৷ আট বিধায়ক বিধানসভা কক্ষেই একটি খাটিয়া নিয়ে উপস্থিত হন এবং প্রবেশ দরজা আটকে দাঁড়ান৷ গণতন্ত্রের শবযাত্রা চলছে, এটা বোঝাতেই খাটিয়া নিয়ে বিধানসভায় চলে আসেন ওই আট বিধায়ক৷ এই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়৷ বিধানসভা অধিবেশন চলাকালীন এক সদস্যকে তাঁর বক্তব্য রাখার সময় না দেওয়ায় বিধায়করা প্রতিবাদ করেন৷ সেই সময় গণতন্ত্রের শবযাত্রা চলছে বলেও স্লোগান দেন৷ ভিডিওয় দেখা যাচ্ছে, বিধানসভা কক্ষে অধিবেশন চলাকালীন খাটিয়া নিয়ে কিভাবে অধ্যক্ষের আসনের দিকে এগিয়ে যাচ্ছিলেন বিধায়ক৷ তবে তাঁর এই কাজ সফল হয়নি৷ বিধানসভার নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে কক্ষের বাইরে বের করে দেন৷
সিন্ধ বিধানসভার অধ্যক্ষ আগা সিরাজ খান দুরানি নিজের নিরাপত্তা রক্ষীদের খাটিয়াটা বিধানসভার বাইরে বের করে দেওয়ার নির্দেশ দেন৷ তাঁরা যেন বিধানসভার মর্যাদা ক্ষুন্ন না হতে দেন বলে বিধায়কদের কাছে আবেদন করেন অধ্যক্ষ৷ এই গন্ডগোল চলাকালীন মন্ত্রী নাসির হুসেন শাহ ও মুকেশ কুমার চাওলা সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক বিল পেশ করছিলেন৷ যা বিধানসভায় পাশ হয়ে যায়৷ এভাবে খাটিয়া নিয়ে প্রতিবাদের বিরোধিতা করেন মুকেশ কুমার চাওলা৷ এরপর ২৯ জুন পর্যন্ত বিধানসভার অধিবেশন বিধানসভার স্থগিত করেন দেন অধ্যক্ষ৷