ওয়াশিংটন: করোনায় টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের বিধিনিষেধ থাকলেও, তার তোয়াক্কা না করেই ভ্যাকসিন নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে মাত্র ৮ মাসের এক শিশু। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আপস্টেট বাল্ডউইনসভিলের বাসিন্দা খুদেটির নাম এনজো মিনকোলা৷
এক মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৮ মাসের ওই শিশুটিকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। আট মাস হওয়ার আগেই তাকে প্রথম ডোজ দেওয়া হয়৷ তাঁর বাবা-মায়ের সম্মতি নিয়েই তাকে ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পর এখনও পর্যন্ত ওই খুদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। এনজো মিনকোলার অভিভাবক মাইক এবং মারিসাও পেশায় চিকিৎসক৷ মাইক জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের পুত্র সন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে৷ তিনি আরও বলেন, ‘আমরা দু’জনেই মনে করেছিলাম এই অতিমারিকে শেষ করতে সবচেয়ে দ্রুত এবং উপযোগী রাস্তা হচ্ছে টিকা নেওয়া৷ তাই তাঁরা শিশুকে ভ্যাকসিন দেওয়ার পতেই হেঁটেছেন৷’
করোনা সংক্রমণ ঠেকাতে গত বুধবার থেকেই ১২ বছরের কম বয়সিদের ফাইজারের ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে ফেডারেল সরকার। আর তারপর থেকেই শিশুরা টিকাকেন্দ্রে ভ্যাকসিন নিতে ভিড় করছে৷ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণে অংশ নেওয়া শিশুদের মধ্যে ২ এবং ৬ বছর বয়সি শিশু থাকলেও এনজো মিনকোলা হল এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ ভ্যাকসিন গ্রহণকারী সদস্য। এনজো কোলামিনের বয়স পুরোপুরি ৮ মাস হওয়ার তিন সপ্তাহ আগেই তাঁকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় বলে জানিয়েছেন আপস্টেটের পেডিয়াট্রিক এবং সংক্রামক রোগের চিকিৎসক ডা. জোসেফ ডোমাশোস্কে৷ গত বুধবার শিশুটিকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তবে এনজো মিনকোলা ছাড়াও আরও ৫ জন শিশু ফাইজারের ভ্যাকসিন নিলেও তাঁদের সবার বয়স এই শিশুটির থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছেন ডা. জোসেফ ডোমাশোস্কে। শিশুটি এখন কিছুই বুঝতে পারবে না। কিন্তু বড় হয়ে জানতে পারবে খুব ছোটবেলাতেই সে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে।