কলকাতা: রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি৷ সেই উপলক্ষেই ইংলন্ড জুড়ে এখন উৎসবের আমেজ৷ প্রায় ২ লক্ষ ছোট-বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রানির দেশে৷ উৎসবের জোয়ারে গা ভাসিয়েছে ব্রিটেনবাসী৷ ইতিহাসের সাক্ষী থাকতে ইংল্যান্ডের রাস্তায় মানুষের ভিড়ে মিশেছে ভিন দেশের মানুষও৷
আরও পড়ুন- ইউক্রেনের ২০% দখল নিয়েছে রাশিয়া! ১০০ দিন পেরিয়ে সংঘাত চলছেই
ব্রিটেনের ইতিহাসে এ এক স্বর্ণময় অধ্যায়৷ কারণ এর আগে ইংলন্ডের কোনও রাজা বা রানি এত দীর্ঘদিন সিংহাসনে থাকেননি৷ ৯৬ বছরের রানি ব্রিটিশ সিংহাসনে বসেন ১৯৫২ সালে, তাঁর বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর৷ শতাব্দী প্রাচীন সেই রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ তাঁর শাসনকালের ৭০ বছর পূর্তিতে দেশজুড়ে তাই উৎসবের কোলাহল৷
১৯৫২ থেকে ২০২২৷ ইংলন্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষেই চারদিন ধরে পালন করা হচ্ছে রানির শাসন কালের প্ল্যাটিনাম জুবিলি৷ সেজে উঠেছে বাকিংহাম প্যালেস৷ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উৎসবে সামিল ইংলন্ডের ঐতিহ্যশালী বাহিনী৷ ফ্লাইপাস্টে তারা আকাশে লিখে দিল ৭০৷ রামধনু রং ছড়াল সামরিক বিমান৷ মার্চপাস্ট করল ব্রিটিশ সেনা৷ ইতিহাসের সাক্ষী থাকল গোটা লন্ডন৷ সাক্ষী থাকল গোটা পৃথিবী৷ জাঁকজমকপূর্ণ আয়োজন৷ বাকিংহাম প্যালেসের সামনে রাস্তায় তখন তিন ধরনের জায়গা নেই৷ হবে নাই বা কেন? ইংল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনও রানি প্ল্যাটিনাম জুবিলি উদযাপন করলেন৷
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের সূচনা হয় ব্রিটিশ বাহিনীর ঐতিহাসিক ট্রুপিং দা কালার প্যারেড দিয়ে৷ সকাল সাড়ে দশটায় রাজ পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে যোগ দেন৷ দুপুরে বাকিংহাম প্যালেসের ব্যালকনিতে এসে দাঁড়ান রানি৷ এর পর ধীরে ধীরে ব্যালকনিতে আসেন রাজ পরিবারের অন্যান্য সদস্যরাও৷ শুরু হয় ব্রিটিশ সামরিক বিমানের রোমাঞ্চকর ফ্লাইপাস্ট৷ রানির সম্মানে টাইফুন জেট বাহিনী আকাশে এঁকে দেয় ৭০৷
প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান উপলক্ষে মার্চপাস্টে অংশ নেন দেড় হাজারের বেশি সৈন্য৷ হর্স গার্ড প্যারেডে সামিল হয় প্রায় আড়াইশো ঘোড়া৷ ঘোড়া কামানের দিন থেকে জেট যুগ পর্যন্ত ব্রিটিশ সামরিক ঐতিহ্যের প্রদর্শন দেখতে রাস্তার দু’পাশে তখন উৎসাহী মানুষের ঢল৷ সন্ধ্যায় ব্রিটেনের বিভিন্ন শহর ও কমনওয়েলথ দেশগুলোর রাজধানীতে মশাল প্রজ্বলন করা হয়৷ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়া ও টোঙ্গা থেকে মশাল প্রজ্বলন শুরু হয়৷ শেষ হয় ১৯ ঘণ্টা পর দক্ষিণ আমেরিকার বেলিজে। ইংলন্ডের হাইড পার্কে রানির সম্মানে ৮২ বার তোপধ্বনি করা হয়৷ রানিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজনেতারা৷
এই চারদিন ধরে রাস্তায় রাস্তায় চলবে স্ট্রিট পার্টি, কনসার্ট, প্রদর্শনী৷ বিভিন্ন জায়গায় মানুষ ঐতিহ্যবাহী রীতিতে রাস্তার ওপর টেবিল পেতে পার্টি করে উদযাপন করবেন রানির প্ল্যাটিনাম জুবলি৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>