টানা ৭ দিন গলায় আটকে নকল দাঁত! তারপর

ব্রিটেন : পেটের টিউমার অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা বেমালুম ভুলে গিয়েছিলেন রোগীর নকল দাঁতের কথা৷ আর সেই ভুলেই প্রাণ যেতে বসেছিল বৃদ্ধের৷ অজ্ঞান অবস্থায় নকল দাঁতের একপা গিলে ফেলেন ওই রোগী৷ এরপরই গলায় অসহ্য ব্যাথা শুরু হয় রোগীর৷ খাবার খেতেও সমস্যায় পড়তে হয় ওই ব্রিটিশ নাগরিকের৷ মুখ দিয়ে রক্তপাতের হতে শুরু করায় বৃদ্ধকে ভর্তি করা

টানা ৭ দিন গলায় আটকে নকল দাঁত! তারপর

ব্রিটেন : পেটের টিউমার অপারেশন করতে গিয়ে চিকিৎসকরা বেমালুম ভুলে গিয়েছিলেন রোগীর নকল দাঁতের কথা৷ আর সেই ভুলেই প্রাণ যেতে বসেছিল বৃদ্ধের৷ অজ্ঞান অবস্থায় নকল দাঁতের একপা গিলে ফেলেন ওই রোগী৷ এরপরই গলায় অসহ্য ব্যাথা শুরু হয় রোগীর৷ খাবার খেতেও সমস্যায় পড়তে হয় ওই ব্রিটিশ নাগরিকের৷ মুখ দিয়ে রক্তপাতের হতে শুরু করায় বৃদ্ধকে ভর্তি করা হয়৷ তখনই ধরা পড়ে গোটা বিষয়টি৷ গলায় ক্যামেরা গলিয়ে ধরা পড়ে, গলার ভিতর আটকে একপাটি নকল দাঁত৷ তড়িঘড়ি অপারেশন করে দাঁত বের করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =