তুরস্ক-সিরিয়া মিলিয়ে মৃত্যু পেরোল ৫০ হাজার, আরও কি বাড়বে সংখ্যা

তুরস্ক-সিরিয়া মিলিয়ে মৃত্যু পেরোল ৫০ হাজার, আরও কি বাড়বে সংখ্যা

ইস্তানবুল ও আলেপ্পো: আশঙ্কা একটা ছিলই প্রথম থেকেই। সেটাই সত্যি হল। তুরস্ক এবং সিরিয়া, দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার। এর মধ্যে সবথেকে বেশি মৃত্যু তুরস্কে হয়েছে। তবে এই সংখ্যা যে এখানেই থেমে থাকবে এমনটা নয়। আশঙ্কা, এখনও ধ্বংসস্তূপের তলায় আরও মানুষ চাপা পড়ে আছেন। উদ্ধারকাজ চলতে থাকলে আগামী দিনে আরও বেশি মৃতদেহ উদ্ধার হবে। এমনিতেই যে ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশে তা ভাষায় প্রকাশ করা মুশকিল। 

আরও পড়ুন- সকলের অলক্ষ্যে কী ভাবে ইউক্রেন পৌঁছলেন বাইডেন? জানা গেল নেপথ্য কাহিনি

তথ্য বলছে, শুধুমাত্র তুরস্কে এখনও পর্যন্ত ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। ভূমিকম্প আঘাত হানার ১৯ দিন পেরিয়ে গেলেও উদ্ধারকাজ ক্রমাগত চলছে। কিন্তু পরিবেশ যে ইতিবাচক তেমনটাও নয়। কারণ শৈত্যপ্রবাহ, ঠান্ডা এবং তুষারপাত চলছে। তাই উদ্ধারকাজ চালানোই কেমন কষ্টসাধ্য। তবুও সেই কাজ এতদিনে বন্ধ হয়নি বলেই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগান। তিনিই আশঙ্কা করেছিলেন যে, দুই দেশ মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াবে। অবশেষে তাই-ই হল।