দুবাই: আট হাজার বছর আগের একটি মুক্তের খোঁজ মিলল আবুধাবিতে৷ এটিই বিশ্বের প্রাচীনতম মুক্ত বলে দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা৷ নিওলিথিক যুগের এই মুক্তোটি প্রাচীন ইরাকের সভ্যতা মেসোপটেমিয়া থেকে আবুধাবিতে অন্যান্য দ্রব্যের বিনিময়ে নিয়ে আসা হয়েছে বলে মনে করছেন ঐতিহাসিকরা৷
আরব আমিরশাহির মারওয়া দ্বীপে প্রত্নতাত্ত্বিক খনন কাজ চলার সময় একটি ঘরের মেঝে থেকে মুক্তোটি উদ্ধার হয়৷ মুক্তোটির গায়ে যে কার্বনের স্তর পড়েছিল তা ৫৮০০ থেকে ৫৬০০ খ্রীষ্টপূর্ব বলে মনে করা হচ্ছে৷ সেই নিওলিথিক যুগে যে বাণিজ্য কতটা সম্প্রসারিত হয়েছিল, তাঁর প্রমাণ বলে মনে করা হচ্ছে৷
মারওয়া দ্বীপে খোঁজ পাওয়া স্থাপত্যটি থেকে সিরামিক ও নানান পাথরের তৈরি বস্তু পাওয়া গিয়েছে৷ আগামী ৩০ নভেম্বর থেকে আবুধাবির মিউজিয়ামে প্রাচীনতম প্রদর্শিত হবে৷ আবুধাবির মারওয়া দ্বীপে ষষ্ঠদশ শতাব্দী পর্যন্ত প্রাকৃতিক মুক্তো পাওয়া যেত৷ প্রাচীনকালে সৌদি আরবের অর্থনীতির মূল স্থাপত্য ছিল মুক্তো বাণিজ্য৷
তবে গবেষকদের একটা বিষয় অবাক করছে, আট হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকার পরও মুক্তোটি চোখ ধাঁধানো ঝলকানি দেখে৷ কী করে এখনও ঝলমলে রয়েছে মুক্তোটি, তা জানার চেষ্টা চালানো হচ্ছে৷ তারা পাশাপাশি ৮ হাজার বছর আগে সমাজে এই মুক্তো অন্য কোনও তথ্য ছিল কি না তাও খোজ চালানো হচ্ছে৷