মাত্র ১০ মাসে ৮ লক্ষ কর্মসংস্থান, রেকর্ড হারে কমল বেকারত্ব

নয়াদিল্লি: ভারতের শহরগুলিতে বেকারত্বের হারে কিছুটা স্বস্তি মোদি সরকারের৷ অপ্রকাশিত একটি সরকারি রিপোর্ট খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থারয়টার্স৷ গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পতনের হার ৯.৩ শতাংশ৷ পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুসারে এই সময়ের আগে পর্যন্ত বেকারত্বের হার ৯.৯ শতাংশের অনুপাতে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিক হিসেব এই পতনের হার সর্বনিম্ন৷ দেশজুড়ে যখন বেকারত্ব নিয়ে উদ্বেগ

মাত্র ১০ মাসে ৮ লক্ষ কর্মসংস্থান, রেকর্ড হারে কমল বেকারত্ব

নয়াদিল্লি: ভারতের শহরগুলিতে বেকারত্বের হারে কিছুটা স্বস্তি মোদি সরকারের৷ অপ্রকাশিত একটি সরকারি রিপোর্ট খতিয়ে দেখে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থারয়টার্স৷ গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পতনের হার ৯.৩ শতাংশ৷ পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুসারে এই সময়ের আগে পর্যন্ত বেকারত্বের হার ৯.৯ শতাংশের অনুপাতে চলতি বছরের চতুর্থ ত্রৈমাসিক হিসেব এই পতনের হার সর্বনিম্ন৷ দেশজুড়ে যখন বেকারত্ব নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই মাত্র ১০ মাসে সাড়ে ৮ লক্ষ কর্মসংস্থান তৈরি করে নিজর গড়ল ব্রাজিল৷

সেই দেশ অর্থমন্ত্রক জানিয়েছে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৮ লক্ষ ৪১ হাজার ৫৮৯টি কর্মসংস্থান তৈরি হয়েছে৷ বার্ষিক কর্মসংস্থানের বৃদ্ধি পরিমাণ দাঁড়িয়ে ৬.৮ শতাংশে৷ ব্রাজিল সরকার জানিয়েছে, এটাই দেশের ইতিহাসে সব থেকে বড় কর্মসংস্থান তৈরি করা হয়েছে৷ টানা ৭ মাসের কর্মসংস্থান এই প্রথম৷

সংবাদ সংস্থা সিনহুয়ার জানিয়েছে, ৭টি বিভাগে চলতি বছরের প্রথম ১০ মাসে কর্মসংস্থানের বিপুলহারে বেড়েছে৷ পরিষেবা থেকে উৎপাদন ও নির্মাণ শিল্পে বেড়ে কর্মসংস্থান৷ ব্রাজিলের পরিসংখ্যান দপ্তরের রিপোর্ট বলছে, ৩ মাসে ব্রাজিলের বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ১১ শতাংশে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *