বেইরুট: গত দু’মাসে অন্তত ৭০০ জন পূর্ব সিরিয়ায় বন্দিকে খুন করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। এমনই রিপোর্ট পেশ করেছে সিরিয়ার মানবাধিকার নজরদারি সংগঠন। ইউকের একটি যুদ্ধ নজরদারি গোষ্ঠী জানিয়েছে, ইরাকের সীমান্ত সংলগ্ন এলাকায় আইএস জঙ্গিদের অধীনে রয়েছে প্রায় ১৩৫০ সাধারণ মানুষ এবং যোদ্ধা। পূর্ব সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীরে যেখানে ঘাঁটি গেড়েছিল, সেখানে মার্কিন সেনারা ইতিমধ্যেই ঢুকতে পেরেছে। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স কুর্দিশ ওয়াইপিজিদের সঙ্গে মিলে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কয়েক মাস ধরে। তাঁদের সহযোগিতা করছে ইউএস স্পেশ্যাল ফোর্স ও এয়ার পাওয়ার।
আইএস জঙ্গির হাতে খুন ৭০০ বন্দি
বেইরুট: গত দু’মাসে অন্তত ৭০০ জন পূর্ব সিরিয়ায় বন্দিকে খুন করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। এমনই রিপোর্ট পেশ করেছে সিরিয়ার মানবাধিকার নজরদারি সংগঠন। ইউকের একটি যুদ্ধ নজরদারি গোষ্ঠী জানিয়েছে, ইরাকের সীমান্ত সংলগ্ন এলাকায় আইএস জঙ্গিদের অধীনে রয়েছে প্রায় ১৩৫০ সাধারণ মানুষ এবং যোদ্ধা। পূর্ব সিরিয়ার ইউফ্রেটিস নদীর তীরে যেখানে ঘাঁটি গেড়েছিল, সেখানে মার্কিন সেনারা ইতিমধ্যেই ঢুকতে