সুখবর! পুজোর পর বাজারে আসছে চিনের ৪টি করোনা টিকা

সুখবর! পুজোর পর বাজারে আসছে চিনের ৪টি করোনা টিকা

বেজিং: গোটা বিশ্বকে চমকে একলাফে ৪টি করোনা টিকা বাজারে আনতে চলেছে চিন৷ করোনা প্রতিরোধে চিনের তৈরি অন্তত ৪টি টিকা এখনই ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ এছাড়াও অপেক্ষায় রয়েছে আরও বেশ কিছু টিকা৷ সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শুরু অর্থাৎ দুর্গাপুজোর পর এগুলি বাজারে আসতে পারে৷

চিনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ামক সংস্থা সিডিসি জানিয়েছে, চূড়ান্ত পর্যায়ে থাকা ৪টি টিকার মধ্যে তিনটিকে প্রথম সারির করোনাযোদ্ধাদের উপর প্রয়োগ করা হয়েছে৷ ফেজ ৩-এর ক্লিনিক্যাল ট্রায়ালও সফল৷ সিডিসি প্রধান গুজেন উ জানান, গত এপ্রিল থেকে এই নিয়ে পরীক্ষা চলছে৷ টিকা প্রয়োগের পর অস্বাভাবিক উপসর্গ দেখা দেয়নি৷ সিনোভ্যাক ও রাষ্ট্রায়ত্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিনোফার্ম একই সঙ্গে ৩টি টিকা তৈরি করেছে বলে খবর৷ অপর টিকাটি তৈরি করেছে ক্যানসিনো বায়োলজিস৷ জানা গিয়েছে, গত জুনে ক্যানসিনোর টিকাকে সেনাবাহিনীতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে প্রশাসন৷

টিকার তৈরির পাশাপাশি শ্বাসের মাধ্যমে করোনার প্রতিষেধক তৈরির চেষ্টাও শুরু করে দিয়েছে চিন৷ আর এ কাজে গবেষণা চালাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও চিনের ইম্পেরিয়াল কলেজ৷ তাদের তৈরি ওই প্রতিষেধক কার্যকর কি না তা এখনও প্রমাণিত হয়নি৷ দ্রুত এই প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা৷ অক্সফোর্ড-ইম্পেরিয়ালের যৌথ চেষ্টায় তৈরি হওয়া ওই টিকা ইঞ্জেকশনের পাশাপাশি নাকের ভিতরে স্প্রে করেও নেওয়া যাবে শরীরে৷ গবেষকরা বলছেন, শ্বাসের মাধ্যমে এই টিকা অনেকে বেশি কার্যকর হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =