কাবুল: আফগানিস্তানের অধিকাংশ প্রদেশ দখল করে নেওয়ার পর ব্যাপক উচ্ছ্বসিত হয়েছিল তালিবান, তবে তাদের উৎসাহ আরো বেশী ছিল গতকাল কারণ মার্কিন সেনা সম্পূর্ণভাবে আফগানিস্তান ছেড়ে চলে গেছে। কিন্তু আফগানিস্তানের একটি প্রদেশ তাদের সব উচ্ছ্বাসের আগুনে জল ঢেলে দিচ্ছে। সেটি হল পঞ্জশির। বারংবার এই প্রদেশ দখল করার চেষ্টা করেছে তালিবান কিন্তু সফল হয়নি। এখনো পর্যন্ত এই প্রদেশ ঢুকতে পারেনি তারা। এবার পঞ্জশিরের আহমেদ মাসুদের নেতৃত্বে নর্দান অ্যালাইন্স দাবি করলো যে তারা ইতিমধ্যেই সাড়ে ৩০০ তালিবানদের খতম করতে পেরেছে, এবং এখন তাদের কাছে বন্দি রয়েছে ৪০ তালিবান যোদ্ধা। ইতিমধ্যেই এই কথা জানিয়ে টুইট করেছে নর্দান অ্যালায়েন্স।
আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, বাড়ছে ব্যাঙ্ক খোলার সময়সীমা, ঘোষণা মমতার
আফগানিস্তান দখল নেওয়ার পর যে কয়টি প্রদেশ তালিবানদের দখল করা বাকি ছিল তার মধ্যে একটি হচ্ছে এই পঞ্জশির। কিন্তু বারংবার হামলা চালিয়ে ওয়েই প্রদেশ দখল করতে পারেনি তারা উল্টে প্রত্যাঘাত পেয়েছে। এখন মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলেও কার্যত ‘গোটা’ আফগানিস্তান নিজেদের দখলে আনতে পারছে না তালিবান। তাই বারংবার পঞ্জশির আক্রমণ করছে তারা। জানা গিয়েছে গতকাল আমেরিকার সেনা কাবুল ছাড়ার পরেই আবার সেখানে হামলা চালায় তালিবান, যদিও সেই সংঘর্ষে কমপক্ষে ১০ তালিব জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
So far from battle of Khavak last night, taliban has 350 casualties, more than 40 captured & prisoned. NRF got many new American vehicles, weapons & ammunitions as a trophy. Commanded Defense of Khavak,Commander Munib Amiri 👏🏼#AhmadMassoud #Taliban #Panjshir #secondresistance pic.twitter.com/nSlFN47xL2
— Northern Alliance 🇭🇺 (@NA2NRF) September 1, 2021
প্রসঙ্গত, মার্কিন সেনা আফগানিস্তান মাটি ছাড়তেই তালিবানের তরফে স্পষ্ট করে বলা হয় অন্যান্য দেশে যারা আফগানিস্তানের তালিবানদের সরানোর চেষ্টা করছে তাদের কাছে আমেরিকার এই হেরে যাওয়া একটা শিক্ষা। তবে আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখতে চায় বলেই দাবি করছে তালিবান। এই প্রেক্ষিতেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মন্তব্য করে বলে, আফগানবাসীদের শুভেচ্ছা কারণ এই জয় সকলের। যদিও আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে আমেরিকার সেনা ৭৩ টি হেলিকপ্টার নিষ্ক্রিয় করে দিয়েছে যাতে তালিবান সেগুলি একটাও ব্যবহার না করতে পারে।