জলের দাম ৩ হাজার, ভাত মিলছে ৭ হাজারে, দুর্বিসহ কাবুল বিমানবন্দর

জলের দাম ৩ হাজার, ভাত মিলছে ৭ হাজারে, দুর্বিসহ কাবুল বিমানবন্দর

 

কাবুল:  হঠাৎ করেই যেন ২০ বছর পিছিয়ে ফিরে গিয়েছে আফগানিস্তান৷ ফিরে এসেছে সেই ভয়ানক স্মৃতি৷ রাতারাতি কাবুলের দখল নিয়েছে তালিবান৷ প্রাণ বাঁচানোর মরিয়া তাগিদে শুরু হয়েছে দেশ ছাড়ার হুড়োহুড়ি৷ হাজার হাজার মানুষ এখনও দাঁড়িয়ে রয়েছে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে৷ বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে নোংরা নালার জলে৷ পেটে নেই দানা পানি৷ শুধু একটাই আর্জি, একবার খুলে দেওয়া হোক বিমান বন্দরের গেট৷ বিমানবন্দরের ভিতরেও জনস্রোত৷ এক দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে বিমানবন্দরে৷ কতটা দুর্দশার মধ্যে তাঁরা রয়েছেন, সংবাদ সংস্থা রয়টার্সকে তা জানালেন দেশ ছাড়ার অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকা এক আফগান মহিলা৷ 

আরও পড়ুন- কাবুলে নিহত ১৩ মার্কিন সেনা, চোখে জল বাইডেনের, বললেন, ‘মূল্য চোকাতে হবেই’

ওই মহিলা জানান, বিমানবন্দরের অবস্থা খুবই শোচনীয়৷ চারিদিকে ভিড় থিকথিক করছে৷ খাবার নেই, জল নেই৷ এক বোতল জল কিনতে হল গুনতে হচ্ছে ৪০ ডলার৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ হাজার টাকা৷ আর এক প্লেট ভাতের দাম ১০০ মার্কিন ডলার৷ যা ভারতীয় অঙ্কে সাড়ে ৭ হাজার টাকা৷ এমনকী বিমানবন্দরে আফগান মুদ্রার কোনও মূল্য নেই৷ দাম মেটাতে হচ্ছে মার্কিন ডলার দিয়ে৷ যার জেরে সমস্যা আরও বেড়ে গিয়েছে৷ 

আরও পড়ুন- পাকিস্তান আমাদের ‘দ্বিতীয় ঘর’! খোলাখুলি ঘোষণা তালিবানের

তবে শুধু কাবুল বিমানবন্দরই নয়৷ গোটা দেশেই জ্বলছে খিদের আগুন৷ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, প্রতি দু’জন আফগানবাসীর মধ্যে একজন অভুক্ত রয়েছেন। অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ এই মুহূর্তে অভুক্ত রয়েছেন আফগান মুলুকে৷ ভয়াবহ অপুষ্টির শিকার প্রায় ২০ লক্ষ শিশু৷ না খেতে পেয়ে হয়তো মৃত্যুর কোলে ঢোলে পড়বে তারা৷ কিন্তু উপায় কী? চারিদিকে তালিবানের রক্তচক্ষু৷ তবে শিশুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা৷ তাঁরা তাদের জল শিশুদের দিচ্ছে৷ তবে গতকালের বিস্ফোরণের পর আরও শোচনীয় হয়ে উঠেছে কাবুল বিমানবন্দর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 7 =