পাকিস্তানে উদ্ধার ২৩০০ বছর পুরনো বৌদ্ধ আমলের মন্দির

পাকিস্তানে উদ্ধার ২৩০০ বছর পুরনো বৌদ্ধ আমলের মন্দির

ইসলামাবাদ: উত্তর-পশ্চিম পাকিস্তানে মাটির নীচ থেকে উদ্ধার ২৩০০ বছরেরও বেশি পুরনো অ্যাপসাইডাল মন্দির৷ বৌদ্ধ মন্দির থেকে হিন্দু মন্দিরে রূপান্তরিত হওয়াকে বলে অ্যাপসাইডাল মন্দির৷ পাকিস্তান ও ইতালির প্রত্নতত্ববিদরা মিলিতভাবে এই উদ্ধার কার্য চালান৷ 

আরো পড়ুন- গত দুই বছরে এই ১০টি দেশকে ছুঁতে পারেনি করোনা !

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলার বারিকোট তহসিলের বৌদ্ধ আমলের বাজিরা শহরে খনন কার্য চালিয়ে এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারটি করা হয়েছে। এই মন্দিরটিকে পাকিস্তানের প্রাচীনতম বৌদ্ধ আমলের মন্দির হিসেবে দাবি করা হচ্ছে৷ এক পাক আধিকারিক বলেন, ‘পাকিস্তান এবং ইতালির প্রত্নতাত্ত্ববিদরা যৌথ ভাবে ওই ঐতিহাসিক স্থানে খনন কার্য চালিয়ে ২৩০০ বছরেরও বেশি পুরানো বৌদ্ধ যুগের অ্যাপসাইডাল মন্দিরটি আবিষ্কার করেছেন। সেই সঙ্গে বিভিন্ন মূল্যবান নিদর্শনও উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে, পাকিস্তানে আবিষ্কৃত মন্দিরটি তক্ষশীলায় আবিষ্কৃত মন্দিরের চেয়েও প্রাচীন।’  

মন্দিরের পাশাপাশি ২৭০০টিরও বেশি নিদর্শন উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে মুদ্রা, আংটি এবং পাত্র৷ পাত্রের গায়ে গ্রিস রাজা মেনান্ডারের আমলের খরোস্তি ভাষার লেখা রয়েছে। সোয়াটে ইতালীয় প্রত্নতাত্ত্বিক মিশনের প্রধান ডঃ লুকা মারিয়া অলিভেরি বলেন,  বৌদ্ধ আমলের মন্দির আবিষ্কারের সঙ্গে এটাও প্রমাণিত হল যে সোয়াটে তক্ষশীলার চেয়েও প্রাচীণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ রয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের সোয়াট জেলা সেই সময় ছয় থেকে সাতটি ধর্মের পবিত্র স্থান ছিল।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *