রিও ডি জেনেরো: সূর্যোদয় দেখতে মানুষ কত কিছুই না করেন৷ যেমন ফ্রান্সের দুই নাগরিক সূর্যোদয় দেখতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যের চূড়ায় উঠতে চেয়েছিলেন। তাও আবার এই ভাস্কর্য প্রাঙ্গণ পর্যটকদের বন্ধ থাকা অবস্থায়। ফলস্বরূপ শ্রীঘর ঠাঁই হল দু’জনের৷
১২৫ ফুট উঁচু ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্যটি দেখতে বছরে প্রায় ২০ লক্ষ পর্যটক রিও ডি জেনিরোতে যান। আগামী অক্টোবরে এই ভাস্কর্যের বয়স হবে ৯০ বছর। গত রবিবার বিকেলে ফ্রান্সের দুই নাগরিক ক্লমঁ দুমা (২৮) ও পল রখ-দ্য-বসঁ (২৭) ক্রাইস্ট দ্য রিডিমার ভাস্কর্য দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ভাস্কর্যের চূড়ায় উঠে সূর্যোদয় দেখার ইচ্ছা হওয়ায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তাঁরা লুকিয়ে পড়েন ভাস্কর্য প্রাঙ্গণে। এরপর পর্যটকদের জন্য প্রাঙ্গণটি বন্ধ হয়ে যাওয়ার পর দুই বন্ধু লুকিয়ে ১২৫ ফুট উঁচু ভাস্কর্যটির সিঁড়ি দিয়ে ওপরে উঠে সারা রাত কাটান৷ এখানেই শেষ নয়, সূর্যোদয় উপভোগ করতে ভাস্কর্যের মেলে থাকা দুই হাতের একটিতে গিয়ে বসেন। ক্রাইস্ট দ্য রিডিম ভাস্কর্যটির মেলে থাকা দুই হাতের দৈর্ঘ্য প্রায় ৯২ ফুট।
সামনে পুরো রিও ডি জেনিরো শহর আর গুয়ানাবারা উপসাগর দু’চোখ ভরে উপভোগ করেছেন। পল রখ-দ্য-বসঁ সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা ভাস্কর্যের একটি হাতের ওপর দাঁড়িয়ে থাকার সময় একজন নিরাপত্তা আধিকারিক আমাদের দেখে ফেলেন।’ তিনি জানান, গত সোমবার সকালে তাঁদের আটক করে পুলিশ৷ পুলিশ হাজতে কিছুক্ষণ থাকার পর ১ হাজার ৯০০ মার্কিন ডলার দিয়ে জামিন পান তাঁরা। উল্লেখ্য, এবারই প্রথম নয় ক্লমঁ দুমা এবং পল রখ-দ্য-বসেঁ এহেন কর্মকাণ্ড৷ এর আগে তাঁরা দুবাই, নিউইয়র্ক এবং প্যারিসের এমন পর্যটন স্থাপত্য নিদর্শনের ওপর উঠে সূর্যোদয় দেখেছেন। শুধু তাই নয়, সেখানকার ছবি ও ভিডিও তুলে তাঁরা সোশ্যাল মিডিয়ায়ও দিয়েছেন। তবে ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারের ওপর উঠে তোলা সব ছবি ও ভিডিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।