ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে শুরু ‘অপারেশন গঙ্গা’, মাঠে নামছে ১৯ বিমান

ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে শুরু ‘অপারেশন গঙ্গা’, মাঠে নামছে ১৯ বিমান

নয়াদিল্লি: রুশ আক্রমণে জ্বলছে গোটা ইউক্রেন৷ সে দেশে আটকে পড়া হাজার হাজার ভারতীয় পড়ুয়াকে নিয়ে উদ্বেগে নয়াদিল্লি৷ তাঁদের দেশে ফেরাতে মরিয়া ভারত সরকার৷ ইতিমধ্যেই রোমানিয়ায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অসামরিক পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ সেখানো পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি  ঘোষণা করেন, যে কোনও ভাবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনা হবে দেশে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে ১৯টি বিমান ময়দানে নেমেছে৷  ৩,৭২৬ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফিরিয়ে আনতে পাথা মেলবে তারা৷ এই বিমানগুলির মধ্যে যেমন বায়ুসেনার বিমান রয়েছে, তেমনই রয়েছে অসামরিক বিমান৷ 

আরও পড়ুন- জ্বলছে ইউক্রেন, অবিরাম সাইরেনের শব্দ, চার শহরের দখল নিল রাশিয়া

উল্লেখ্য,  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বন্ধ আকাশ পরিষেবা৷ ইউক্রেনের পড়শি দেশগুলির সীমান্ত ব্যবহার করে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের পন্থা নিয়েছে নয়াদিল্লি৷ ইতিমধ্যেই ইউক্রেনের প্রতিবেশি দেশগুলিতে পৌঁছে গিয়েছেন ভারতের চার কেন্দ্রীয়মন্ত্রী। চরম তৎপরতার সঙ্গে শুরু হয়ে গিয়েছে ‘অপারেশন গঙ্গা’। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অক্ষত অবস্থায় ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনাই এই অপারেশনের মূল লক্ষ্য৷ ইতিমধ্যেই বহু ভারতীয় ইউক্রেনের প্রতিবেশি দেশের সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে শুরু করেছেন৷ কিন্তু এখনও মিশন সম্পন্ন নয়৷ আটকে রয়েছেন বহু ভারতীয়। 

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ৩,৭২৬ ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরাতে বায়ুসেনার বিমান ও ভারতের অসামরিক বিমান একযোগে ময়দানে নেমেছে। ভারতীয়দের পাশে দাঁড়াতে গতকালই রোমানিয়া পৌঁছন কেন্দ্রীয় অসামরিক বিমানপরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সেখানে পৌঁছেই ইউক্রেন থেকে আসা ভারতীয় পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি তাঁদের আশ্বস্ত করে বলেছেন, তাঁদের নিরাপদে ঘরে ফেরাতেই তিনি এখানে এসেছেন৷ গোটা উদ্ধার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত  তিনি রোমানিয়ার মাটি ছাড়বেন না বলেও আশ্বস্ব করেছেন। উল্লেখ্য, রোমানিয়ায় ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই সিন্ধিয়া জানিয়ে দেন, কী ভাবে সেখান থেকে ভারতীয় পড়ুয়াদের ঘরে ফেরানো হবে।