Hamas Attacks
গাজা: দেশের মাটিতে মুহুর্মুহু আছড়ে পড়তে থাকে ক্ষেপণাস্ত্র, প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাসের আক্রমণে খানিকক্ষণ স্তব্ধ হয়ে গিয়েছিল ইজরায়েল। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে পাল্টা আক্রমণও হয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর নতুন এই যুদ্ধে ইতিমধ্যেই বহু মানুষ মৃত্যু পথ যাত্রী হয়ে গিয়েছেন। একই সঙ্গে, ভারত সহ একাধিক দেশের মানুষ এখন ইজরায়েলে কার্যত বন্দি। সেখানে আটকে পড়া ভারতীয়দের নিয়ে এখন চিন্তায় নয়াদিল্লি।
ইজরায়েল দাবি করেছে, প্যারাগ্লাইডিং করে সমুদ্রপথে এবং গাড়ি নিয়ে সীমান্ত পেরিয়ে প্রচুর জঙ্গি তাদের মাটিতে ঢুকে পড়েছে। হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’। এর পাল্টা ‘অপারেশন আয়রন সোর্ড’ নামে প্রতিঘাত করেছে ইজরায়েলও। এই যুদ্ধের জেরে তেল আভিব, জেরুসালেম-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে আটকে পড়েছেন একাধিক ভারতীয় নাগরিকরা। তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে নয়াদিল্লি। ইতিমধ্যেই ইজরায়েল এবং স্বশাসিত প্যালেস্তেনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে বিদেশমন্ত্রক। জানা গিয়েছে, অন্ততপক্ষে ১৮ হাজার ভারতীয় এখন আটকে পড়েছেন সেদেশ।
শেষ পাওয়া খবর অনুযায়ী, দুই দেশের যুদ্ধের ফলে এ পর্যন্ত দু’পক্ষের প্রায় দেড় হাজার সেনা এবং অসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। রকেট হামলার পাশাপাশি, গাজা সীমান্তবর্তী ইজরায়েলের কয়েকটি শহরে অনুপ্রবেশকারী হামাস বাহিনীর সঙ্গে সেনার মুখোমুখি লড়াই চলছে। তাই মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন দেখা যাক, এই পরিস্থিতিতে ইজরায়েলের আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কী পদক্ষেপ নেয় মোদী সরকার।