১০০০ ভিসার স্টিকার চুরি গেল দূতাবাস থেকে

১০০০ ভিসার স্টিকার চুরি গেল দূতাবাস থেকে

ইসলামাবাদ: ভিসার স্টিকারই চুরি হয়ে গেল দূতাবাসের লকার রুম থেকে! তবে এই ঘটনাটি ভারতের নয়। অবাক করার মতো এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদে ইতালির দূতাবাসে৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে জানিয়েছে, চলতি মাসেই ইসলামাবাদে ইতালির দূতাবাসের লকার রুম থেকে প্রায় ১০০০টি শেনজেন ভিসার স্টিকার খোয়া গিয়েছে৷

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চুরি যাওয়া ভিসার স্টিকারগুলি ইউরোপের ২৬টি শেনজেন রাজ্যে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত বলে পাকিস্তানের বিদেশ মন্ত্রককে জানিয়েছে ইতালির দূতাবাস। ইতালি কর্তৃপক্ষ একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে ভিসা স্টিকারগুলো দ্রুত খুঁজে বের করতে সমস্ত প্রবেশ পথ এবং বেরনোর পথগুলো চেক করতে৷

৭৫০টি স্টিকার ভিসার নম্বর ITA041913251 থেকে ITA041914000-র মধ্যে এবং বাকি ২৫০টি ভিসার স্টিকার নম্বর ITA041915751 থেকে ITA041916000-র মধ্যে৷ পাকিস্তানের তদন্তকারী সংস্থা বিমানবন্দরগুলির সিস্টেমের মাধ্যমে এই শেনজেন ভিসাগুলি ব্যবহার হওয়া রুখতে চেষ্টা করছে৷ এমনকি মানুষ পাচারকারী অপরাধীরাও যাতে সীমান্ত পেরিয়ে চলে যেতে না পারে এই ভিসা ব্যবহার করে, সেদিকেও নজর রাখছে এই সংস্থা৷ তাঁদের ২০২০ সালের রেড বুকে এমন ১১২ জন স্মাগলার এবং পাচারকারীর নাম নথিভুক্ত রয়েছে৷ 

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বেশি শেনজেন ভিসা বাতিল হওয়া দেশগুলির তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছে পাকিস্তানের নাম৷ আফ্রিকার বিভিন্ন দেশগুলির সঙ্গে পাকিস্তানেরও শেনজেন ভিসা বাতিল হওয়ার দাম অনেক বেশি৷ পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে এখনও পর্যন্ত ৪৩.৫ শতাংশ পাকিস্তানির শেনজেন ভিসা বাতিল হয়েছে৷ তবে ভিসার স্টিকার চুরির ঘটনা এতটাই জঘন্য যে, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও এর সমালোচনা করতে ছাড়েনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seventeen =