১ মিনিটে ১৯৬টি অঙ্ক কষে বিশ্ব রেকর্ডে নাম তুলল ১০ বছরের খুদে

১ মিনিটে ১৯৬টি অঙ্ক কষে বিশ্ব রেকর্ডে নাম তুলল ১০ বছরের খুদে

লন্ডন:  অঙ্কের নাম শুনে অধিকাংশ ছেলেমেয়েরই গায়ে জ্বর চলে আসে৷ কিন্তু তাদের থেকে একেবারেই আলাদা সে৷ তাই তো মাত্র ১ মিনিটে কষে ফেলল ১৯৬টি অঙ্ক! অসমান্য দক্ষতায় এমনটাই করে দেখাল ব্রিটেনের লং ইটোনের বাসিন্দা ১০ বছরের ছোট্ট ছেলে নাবুদ গিল৷ আগেকার যাবতীয় রেকর্ড ভেঙে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে ফেলল সে৷ 

অঙ্ক মানেই দ্রুত চিন্তাশক্তির ক্ষমতা ও সংখ্যা নিয়ে বুদ্ধিমত্তা। এক মিনিটে প্রায় ২০০টি অঙ্ক কষে ফেলা মোটেও সহজ কথা নয়৷ ‘টাইমস টেবল রক স্টার্স’ অ্যাপে অদ্ভূতভাবে ১ মিনিটে গুণ, ভাগের ১৯৬টি অঙ্ক কষে ফলেছে নাবুদ৷ যার মানে প্রতি সেকেন্ডে তিনটি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সে৷ বাড়িতে বসে এই চ্যালেঞ্জ নেওয়া ৭০০ পড়ুয়াকে হারিয়েছে নাবুদ। ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে বিদ্যুৎগতিতে কীবোর্ড টিপে একের পর এক অঙ্ক কষে ফেলছে এই খুদে৷ 

সারা বিশ্বের খুদে পড়ুয়াদের জমা দেওয় দুর্দান্ত স্কোরের ভিত্তিতে এই প্রতিযোগিতাটি হয়েছিল৷ তবে সমস্ত রেকর্ড ভেঙে শিরোনাম ছিনিয়ে নেয় নাবুদ৷ ইংলন্ডের লং ইটনের লংমুর প্রাইমারি স্কুলের ছাত্র সে৷ টাইম টেবিলে বিশেষ পারদর্শিতার জন্য স্কুলে বেশ খ্যাতিও রয়েছে তার৷ ওয়ার্ল্ড রেকর্ড গড়ার খবর পাওয়ার পরই নাবুদ বলে, ‘‘এই শিরোনাম অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত৷ এটা ঠিক স্বপ্নের মতো৷ আমি আমার স্কুল এবং আমার শিক্ষকদের কাছে কৃতজ্ঞ৷ তাঁরাই আমাকে এই রেকর্ড গড়ার জন্য উৎসাহিত করেছিলেন৷’’ নাবুদ আরও বলে, ‘‘শিক্ষকদের কাছ থেকেই আমি উৎসাহ পেয়েছি৷ আমার সাফল্যে তাঁদের ভূমিকা অনবদ্য৷’’ 

লংমুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সু ডেইন্টি বলেন, ‘‘গুণ করার ক্ষেত্রে নাবুদের এই প্রতিভার প্রথম হদিশ পাই গত ফেব্রুয়ারি মাসে৷ ‘লংমুর গট ট্যালেন্ট’-এ তার দক্ষতায় সকলকে অবাক করেছিল সে৷ নাবুদের এই সফল্যে গর্বিত গোটা স্কুল৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =