কেন বারবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়? কতটা বিপদে বাংলা?

কলকাতা:   বাংলার বুকে ধেয়ে আসছে একের পর ঘূর্ণিঝড় ! কিন্তু হঠাৎ কেন বঙ্গোপসাগরে (Bay of Bengal) বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় তৈরি হওয়া কি খুবই…

Tropical cyclone Remal

কলকাতা:   বাংলার বুকে ধেয়ে আসছে একের পর ঘূর্ণিঝড় ! কিন্তু হঠাৎ কেন বঙ্গোপসাগরে (Bay of Bengal) বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় তৈরি হওয়া কি খুবই সহজ? বারবার এই ঘূর্ণিঝড় কেন বঙ্গোপসাগরের উপরেই বা তৈরি হচ্ছে? পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে তৈরি হওয়া ১০টি বিধ্বংসী ঘূর্ণিঝড়ের (Cyclone) মধ্যে ৮টি তৈরি হয়েছে এই বঙ্গোপসাগরের বুকে৷ (Tropical cyclone Remal)

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বিশ্বে অতিভয়ংকর ৩৫টি মৌসুমি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৭টি অতিভয়ংকর ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এই বঙ্গোপসাগরের ওপর৷ এখন প্রশ্ন, বঙ্গোপসাগরের ওপর কেন বারবার তৈরি হচ্ছে এই ধরনের বিধ্বংসী ঘূর্ণিঝড়? (Cyclone Remal)

জলবায়ু বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণেই বঙ্গোপসাগরের মুখে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়৷ জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে৷ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময়ের ব্যবধান দিনে দিনে কমে আসছে৷ বিগত কয়েক বছর ধরে পরিসংখ্যান বলছে, বাংলার বুকে প্রতিবছর কমপক্ষে একটি-দুটি করে ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে৷ মূলত, গ্রীষ্মে বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে৷ (cyclone remal update)

বিশেষজ্ঞরা বলছেন, মার্চ থেকে মে মাসের মধ্যে ৩টি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনার তৈরি হয় বঙ্গোপসাগরে৷ জুন পর্যন্ত যে ঘূর্ণিঝড় তৈরি হয়, সেগুলি মূলত বাংলা এবং বাংলাদেশের দিকে অভিমুখ থাকে ৷ ফলে চলতি মাসে তৈরি হওয়া ঝড়ের মূলত অভিমুখ থাকে বাংলা, ওড়িশা এবং বাংলাদেশের দিকে৷ মে-জুনে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের শক্তিও থাকে বেশি৷

চরিত্রগত ভাবে, বঙ্গোপসাগরের আকৃতি ত্রিভুজ এবং তলদেশ অগভীর৷ এই দুটি চরিত্র বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে তৈরির আদর্শ পরিস্থিতি তৈরি করে৷ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য যে আর্দ্রতা এবং তাপমাত্রা থাকা প্রয়োজন, বঙ্গোপসাগরে সেটা পর্যাপ্ত পরিমাণে আছে ৷ মূলত বঙ্গোপসাগরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি হচ্ছে৷ বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধির কারণে ঘূর্ণিঝড়, টর্নেডো তৈরির পরিস্থিতিও তৈরি হচ্ছে৷

ফলে, জলবায়ু পরিবর্তন ঠেকানো না গেলে দুয়ারে যে বড়সড় বিপদ ওঁৎ পেতে দাঁড়িয়ে আছে, তা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই৷ প্রয়োজন শুধু সচেতনতা৷ একটি গাছকে নিজের পরিবারের সদস্য বলে মনে করে একটু যন্ত্র নিন৷ দেখবেন, সব সমস্যার সমান হয়ে গিয়েছে৷ আসুন, আমি আপনি, আমরা সবাই গাছকে নিজের পরিবারের একজন সদস্য হিসাবে গড়ে তুলি…

ঘণ্টায় ১৩০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রেমাল’! কবে ও কোথায় ল্যান্ডফল?

Weather:Tropical cyclone Remal- Cyclones in the Bay of Bengal are becoming more frequent and intense due to climate change. Find out why this region is prone to cyclone formation and the consequences of global warming. West Bengal faces a frequent threat from cyclones forming in the Bay of Bengal. But why are these cyclones forming so often, and what dangers do they pose? According to statistics, 8 out of 10 of the world’s most destructive cyclones form here. Climate change is a major factor, creating favorable conditions for cyclone formation. Remal cyclone tracker live, Cyclone in Kolkata, Remal, Remal cyclone update, Cyclone Remal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *