ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা!  কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

West Bengal Weather কলকাতা:  রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশ থেকে অসমের মধ্যে…

West Bengal Weather

West Bengal Weather

কলকাতা:  রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে মধ্যপ্রদেশ থেকে অসমের মধ্যে অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। ছত্তিসগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে যাওয়া এই নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তার প্রভাবেই শুক্রবার রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া : West Bengal Weather

শুক্রবার সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুক্রবার বিকেলের পর থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ রয়েছে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার সন্ধ্যার পর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এবং কলকাতাতে।

শনিবারও বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায়। রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায়।

উত্তরবঙ্গেও জারি সতর্কতা : West Bengal Weather

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ৬ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়-বৃষ্টির সাথে থাকবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট। আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।

কলকাতায় সাময়িক স্বস্তি : West Bengal Weather

গতকালের কালবৈশাখীর পর এক ধাক্কায় অনেকটাই কমেছে কলকাতার তাপমাত্রা। আজ ও আগামীকাল কলকাতার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও তৈরি হতে পারে কালবৈশাখীর পরিস্থিতি। রবিবার পর্যন্ত সাময়িক স্বস্তি মিললেও, সোমবার থেকেই ফের উর্ধ্বমুখী হবে শহর কলকাতার তাপমাত্রার পারদ।

আরও পড়ুন-

Kesari 2 Movie Review: মুক্তি পেল কেশরী চ্যাপ্টার ২, দর্শকদের মন জিততে পারলেন অক্ষয়?

শুক্রের সন্ধ্যায় ছাদনাতলায় ৬০-এর দিলীপ! পাত্রীর পরিচয় জানেন?

Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?

Zaheer Khan: ভিনধর্মে বিয়ে! জাহির খানের হাতে কন্যাকে তুলে দেওয়া নিয়ে কী বলেছিলেন বাবা-মা?