উত্তাল সমুদ্রে, রয়েছে ঘূর্ণাবর্ত, আর কতদিন দক্ষিণে বৃষ্টি?

কলকাতা: বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ ঘনিয়েছে৷ গত কয়েক দিন ধরেই কমবেশি বৃষ্টি চলছে৷ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় মুশলধারে বৃষ্টি…

megh bristi

কলকাতা: বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে কালো মেঘ ঘনিয়েছে৷ গত কয়েক দিন ধরেই কমবেশি বৃষ্টি চলছে৷ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় মুশলধারে বৃষ্টি হয়েছে। শনিবারও সকাল থেকে হালকা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে৷ তবে শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস৷

 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টিচে ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷

 

রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমবে৷ তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে আগামী কালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে৷ ঝড়ের গতি থাকবে ঘণ্টায় ৩৫-৪০ কিলোমিটার৷