এখনই বৃষ্টি থামছে না বাংলায়, কোন কোন জেলায় বর্ষণ, জানাল হাওয়া অফিস

কলকাতা: মুরশুমের শুরু থেকেই চুটিয়ে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে৷ দক্ষিণবঙ্গে সে ভাবে বৃষ্টি হয়নি এতদিন৷ তবে গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণেও৷ অধিকাংশ জেলাতেই…

rain kol

কলকাতা: মুরশুমের শুরু থেকেই চুটিয়ে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে৷ দক্ষিণবঙ্গে সে ভাবে বৃষ্টি হয়নি এতদিন৷ তবে গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণেও৷ অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টি হয়েছে। আপাতত পরিস্থিতির বিশেষ বদল হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।

রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ারে৷ ভারী বৃষ্টি হতে পারে বাকি ৫ জেলাতেও।