কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি, বর্ষণ উত্তরেও, ভিজবে কোন কোন জেলা?

কলকাতা: বাংলার আকাশে সক্রিয় মৌসুমি অক্ষরেখা৷ কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস৷ আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা…

rain new9

কলকাতা: বাংলার আকাশে সক্রিয় মৌসুমি অক্ষরেখা৷ কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস৷ আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷

 

শুক্রবার থেকেই বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৷ আজ ও আগামীকাল বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার।

শুক্রবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে৷ শনিবার ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে৷ কোথাও কোথাও ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে৷ এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায়৷