বৃষ্টি কমলেও দক্ষিণের পাঁচ জেলায় সতর্কতা জারি, সপ্তাহভর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি

কলকাতা: দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ৷ তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস৷ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের পাঁচটি জেলাতও। সোমবার…

কলকাতা: দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ৷ তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস৷ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের পাঁচটি জেলাতও।

সোমবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে৷ মুশলধারায় বৃষ্টি নামতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে৷ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷

 

সোমবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতেও আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে৷