স্বাধীনতা দিবসে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ৮ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা: ফের বাংলার আকাশে সক্রিয় মৌমুমি অক্ষরেখা৷ যার যেরে চলতি সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে৷ বৃষ্টি হবে উত্তরেও৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।   আগামী রবিবার…

weather forecasts বৃষ্টি

কলকাতা: ফের বাংলার আকাশে সক্রিয় মৌমুমি অক্ষরেখা৷ যার যেরে চলতি সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে৷ বৃষ্টি হবে উত্তরেও৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

 

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তারপর থেকে বৃষ্টির পরিমাণ একটু একটু করে কমবে৷ বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভিজতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া৷ বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বর্ষণ হবে৷