বুধেও বৃষ্টি! দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা: বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই বঙ্গবাসীর। বুধবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে গত তিন-চার দিন নিম্নচাপ এবং…

Bengal Weather Update

কলকাতা: বৃষ্টির হাত থেকে এখনই নিস্তার নেই বঙ্গবাসীর। বুধবারও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে গত তিন-চার দিন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় যে ভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল, বুধবার তেমন পরিস্থিতি আর নেই। অনেক শান্ত সাগর৷ মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই৷

 

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুশলধারে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷

 

বৃষ্টির বিরাম নেই উত্তরেও৷ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। গত কয়েক দিনের তুলনায় বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়বে। কোচবিহার এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ছাড়া বাকি জেলাগুলিতে হতে পারে মাঝারি বৃষ্টি।