সকাল থেকেই শুরু ভারী বৃষ্টি, বিপদ বাড়ছে বঙ্গে, বড় ইঙ্গিত হাওয়া অফিসের

কলকাতা: বৃষ্টি যেন থামার নাম নেই৷ নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে শুক্রবারই নিম্নচাপে পরিণত হয়েছিল৷ আরও…

rain ananda

কলকাতা: বৃষ্টি যেন থামার নাম নেই৷ নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে শুক্রবারই নিম্নচাপে পরিণত হয়েছিল৷ আরও শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আজ৷ যার জেরেই কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে ঝেঁপে বৃষ্টি নেমেছে৷ যার জেরে বাংলায় বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে অনেকটাই। কিছুটা স্বস্তি পেয়েছেন কৃষকরাও৷ অন্যদিকে ইলিশের বাজারও হয়েছে চাঙ্গা। হাওয়া অফিস জানাচ্ছে, মূলত গভীর নিম্নচাপের জেরেই দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে৷ এদিকে, বৃষ্টির জেরে  রাস্তাঘাটে জল জমতে শুরু করেছে৷ জলের তলায় রাস্তা ডুবে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছেয় বৃষ্টি না থামলে কিন্তু বিপদ বাড়বে৷ সেই ইঙ্গিত দিয়ে রাখল আবহাওয়া দফতর৷

শুধু বাংলায় নয়, নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে প্রতিবেশী রাজ্যগুলিতেও। প্রবল বৃষ্টির জেরে ঝাড়খণ্ডে নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে৷ একাধিক জায়গায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বুঝে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। জানা গিয়েছে, ২৪ হাজার কিউসেক হারে জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। গালুডি ও মশানজোড় জলাধার থেকেও জল ছাড়া হতে পারে। ঝাড়খণ্ডের বন্যা হলে বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্যের সংলগ্ন জেলাগুলিতে। এদিকে সিকিম ও ভুটানে বৃষ্টি বাড়লে ভাসতে পারে উত্তরবঙ্গ।