এ তো সাক্ষাৎ যম! দিল্লি থেকে সৌদি আরব, তাপদাহে মৃত্যু মিছিল অব্যাহত

তীব্র তাপদাহে মৃত্যু মিছিল অব্যাহত দেশ জুড়ে এমন গরম অতীতে কবে পড়েছে তা চট করে কেউ মনে করতে পারছেন না। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ভারত-সহ একের…

heat wave Saudi Arabia

তীব্র তাপদাহে মৃত্যু মিছিল অব্যাহত

দেশ জুড়ে এমন গরম অতীতে কবে পড়েছে তা চট করে কেউ মনে করতে পারছেন না। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর ভারত-সহ একের পর এক রাজ্যে তীব্র তাপদাহের কারণে মৃত্যু মিছিল অব্যাহত। এমনই অবস্থা তৈরি হয়েছে যে, পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশের প্রাণকেন্দ্র নৈনিতালেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। গত কয়েক দিনে শুধু দিল্লিতেই ২০ জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকের কারণে। সব মিলিয়ে গত এক মাসের মধ্যে দেশজুড়ে প্রায় একশো জনের মতো মানুষ গরমের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। শুধু ভারত নয়, প্রবল গরমে পুড়ছে সৌদি আরব।

দাবদাহে পুড়ছে আরবের পবিত্র ভূমি মক্কা-মদিনা

তীব্র দাবদাহে পুড়ছে আরবের পবিত্র ভূমি মক্কা-মদিনা। সেখানে তাপমাত্রা প্রায় ৫২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাতে বিগত কয়েক দিনের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭০ জন হজযাত্রীর। এমনই অবস্থা হয়েছে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। জানা গিয়েছে মৃতদের মধ্যে বেশিরভাগই মিশরের। প্রবল গরমে মিশরের ৩৩০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া জর্ডনের ৬০ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি প্রবল গরমে কয়েক হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছেন সেখানে। তাঁদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

সৌদি আরবের তাপমাত্রা পৌঁছল ৫১.৮ ডিগ্রি

বিষয়টি নিয়ে সৌদি আরবের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গত সোমবার সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। সেদিনই দু’হাজার হজযাত্রী প্রবল গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। গত বছরেও গরমের পাশাপাশি নানা কারণে অসুস্থ হয়ে পড়ে ২৪০ জন হজযাত্রীর মৃত্যু হয়েছিল। এবার মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। কয়েক মাস আগে মক্কা-মদিনায় প্রবল বৃষ্টিতে বন্যা দেখা যায়, সেখানে এবার এতটা তাপমাত্রা কীভাবে বাড়ল তার কারণ খতিয়ে দেখছেন আবহাওয়াবিদরা।

বিশেষ তাপপ্রবাহ ইউনিট চালুর নির্দেশ

এদিকে তীব্র গরমের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। সদ্য স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা নির্দেশে বলেছেন, প্রত্যেকটি হাসপাতালকে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসাকে বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে। নিজে পরিস্থিতির তত্ত্বাবধান করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশিকায় তিনি বলেছেন, কেন্দ্রের আওতায় থাকা সমস্ত সরকারি হাসপাতালগুলিতে বিশেষ তাপপ্রবাহ ইউনিট চালু করতে হবে।

তীব্র তাপপ্রবাহ সাক্ষাৎ ‘যম’-এর মতো

বিগত কয়েকদিন ধরে দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামছে না। প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে বের না হন সেই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। আর গরমের সময় মানুষ কি করবেন, আর কি করবেন না, সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি হয়েছে। যেভাবে তীব্র তাপপ্রবাহ সাক্ষাৎ ‘যম’-এর মতো আচরণ করছে, তা নিয়ে উদ্বিগ্ন দেশবাসীর বড় অংশ। এই পরিস্থিতিতে মানুষকে একমাত্র শান্তি দিতে পারে বৃষ্টি। আপাতত সেদিকেই তাকিয়ে সবাই।

 

আরও পড়ুন-

দক্ষিণে অস্বস্তিকর গরম, উত্তরে অবিরাম বৃষ্টি

Weather Forecast: তিন জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা

কেন বারবার বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়? 

বর্ষা আসার আগেই তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়? 

 

Weather: A severe heat wave is sweeping through India and Saudi Arabia, claiming numerous lives. Read more to know the extent of the crisis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *