উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা গাঙ্গেয় বঙ্গে, বৃষ্টি চলবে উত্তরেও

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনিয়েছে নিম্নচাপ৷ শক্তি বাড়িয়ে ক্রমেই সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির…

megh bristi

কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনিয়েছে নিম্নচাপ৷ শক্তি বাড়িয়ে ক্রমেই সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ মৎস্যজীবীদেরও সতর্ক করে দেওয়া হয়েছে৷ মঙ্গলবার পর্যন্ত তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ কারণ, নিম্নচাপের জেরে এই সময় সমুদ্র উত্তাল থাকবে। শনিবার থেকেই শুরু হয়ে যেতে পারে ভারী বৃষ্টি৷ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়৷ সঙ্গে হবে বজ্রপাত। তবে এখনই গরম কমছে না৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণে।

 

পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে। মালদহ-সহ নীচের তিন জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ৷ বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদাতেও৷