নিম্নচাপের জের! বিশ্বকর্মা পুজোর আগে ভাসবে বাংলা, আপনার জেলায় বৃষ্টি হবে?

কলকাতা: ফের বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি। বিশ্বকর্মা পুজোর আগে ভাসবে বাংলা৷ তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ থাকবে ভার। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্তভাবে…

Bengal Weather Forecast

কলকাতা: ফের বাংলার আকাশে নিম্নচাপের ভ্রুকুটি। বিশ্বকর্মা পুজোর আগে ভাসবে বাংলা৷ তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকেই আকাশের মুখ থাকবে ভার। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও৷ (Heavy Rain in Bengal)

বর্তমানে ছত্রিশগড়ের উপর একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। আজকের মধ্যেই শক্তি হারিয়ে এটি মধ্যপ্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ রেখা তৈরি করবে৷ এর পর রাউরকেল্লা এবং দিঘা হয়ে সেটি দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হবে। এর প্রভাবেই বুধবার বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায়৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমানে৷ শুক্রবারও বৃষ্টি হবে বঙ্গে৷  হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ শনিবার ঝেঁপে বৃষ্টি নামবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

আরও পড়ুন-

বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ,দুর্যোগ পুরীতে

ভারী বৃষ্টির হাত থেকে আপাতত নিষ্কৃতি!

নিম্নচাপের জেরে বুধেও বৃষ্টি, হলুদ সতর্কতা 

 

Weather: Heavy rain predicted in Bengal before Vishwakarma Puja, with scattered showers expected from Thursday. Alipore Meteorological Department forecasts heavy rain in North and South Bengal districts. Stay updated with the latest weather news and alerts