বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ,দুর্যোগ পুরীতে, ভাসবে বাংলাও

কলকাতা: ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ! জেলায় জেলায় দেওয়া হল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকবে৷…

Bengal heavy rain forecast

কলকাতা: ফের বাংলার আকাশে দুর্যোগের মেঘ! জেলায় জেলায় দেওয়া হল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ও বৃহস্পতিবার দিনভর আকাশ মেঘলা থাকবে৷ ঝমঝমিয়ে বৃষ্টি হবে বঙ্গে। (Heavy rainfall forecast for West Bengal due to a deep depression in the Bay of Bengal, Bengal heavy rain forecast)

কোথায় বৃষ্টি?

বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি-সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ভারী বৃষ্টি হবে উত্তরের পার্বত্য এলাকাতেও।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরের উপর একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। যা আজই ওড়িশার মন্দির শহর পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে। তবে সেটি রাতের মধ্যেই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে৷  আগামী ১২ ঘণ্টায় এটি ছত্তীসগঢ়ের দিকে যাবে। এই সময় উপকূলে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে৷

কোথায় ভারী বৃষ্টি

এদিকে, আজ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। বুধবার মুশলধারে বৃষ্টি নামতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।  বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে। কিছু জেলায় বৃষ্টি হবে শুক্রবারেও৷

 

আরও পড়ুন- ভারী বৃষ্টির হাত থেকে আপাতত নিষ্কৃতি!

নিম্নচাপের জেরে বুধেও বৃষ্টি, হলুদ সতর্কতা

 

 

Bengal: A deep depression in the Bay of Bengal is set to bring heavy rainfall to West Bengal. The Alipur Weather Office has issued a warning for coastal districts. Fishermen have been advised to stay ashore.