ক্রিকেটের বিশ্বযুদ্ধের পুরস্কারের তালিকা দেখলে চমকে উঠবেন

লন্ডন: আজ শুরু ক্রিকেটের বিশ্বযুদ্ধ৷ আজ লন্ডনের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ৷ মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার৷ পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক দুরন্ত ফর্মের জন্যই বিশ্বকাপের আসরে দক্ষিণ আফ্রিকার তুলনায় আজ বেশ কিছুটা এগিয়ে ইংল্যান্ড৷ চেনা উইকেট, পরিবেশের ফয়দা তুলতে পারে ইংল্যান্ড৷ এবার প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপে জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল৷

ক্রিকেটের বিশ্বযুদ্ধের পুরস্কারের তালিকা দেখলে চমকে উঠবেন

লন্ডন: আজ শুরু ক্রিকেটের বিশ্বযুদ্ধ৷ আজ লন্ডনের ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ৷ মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার৷ পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক দুরন্ত ফর্মের জন্যই বিশ্বকাপের আসরে দক্ষিণ আফ্রিকার তুলনায় আজ বেশ কিছুটা এগিয়ে ইংল্যান্ড৷ চেনা উইকেট, পরিবেশের ফয়দা তুলতে পারে ইংল্যান্ড৷ এবার প্রথমবার ঘরের মাঠে বিশ্বকাপে জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল৷ কিন্তু, জানেন কি ক্রিকেটের বিশ্বযুদ্ধ জয়ী দল কত টাকার সাহায্য পাবেন?

জানানো হয়েছে, আইসিসি বিশ্বকাপের বিজয়ী দল পুরস্কার অর্থ পাবে ২৮ কোটি ৬ লক্ষ টাকা কাছাকাছি৷ দ্বিতীয় স্থানে থাকা টিম পাবে ১৪ কোটি ৩ লক্ষ টাকার পুরস্কার মূল্য৷ তৃতীয় ও চতুর্থ দলের জন্য থাকছে পুরস্কার অর্থ৷ বরাদ্দ থাকছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা৷ মোট পুরস্কার অর্থ এক কোটি মার্কিন ডলার৷ এক ডলার অর্থাৎ ভারতীয় হিসাবে ৬৯ টাকা৷ একটা ম্যাচ জিতলেই দলগত পুরস্কার অর্থ ২৮ লক্ষ টাকা৷

এবার ইংল্যান্ড ও ওয়েলসের ১১টি ভেন্যুতে ৪৬ দিন ধরে চলবে বিশ্ব ক্রিকেটের এই মহাযজ্ঞ৷ মোট ম্যাচের সংখ্যা ৪৮টি৷ তার মধ্যে রাউন্ড রবিন লিগ ফরম্যাটে হবে ৪৫টি ম্যাচ৷ ১৪ জুলাই লর্ডসে দ্বাদশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের খেলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =